বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলার তপনে মঞ্চ ভেঙে পড়ে গিয়ে চোট পেলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র (Biplab Mitra) । শুক্রবার তপনে তৃণমূল কংগ্রেসের (TMC) যোগদান কর্মসূচি ছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী (Agricultural Marketing Minister)। হঠাত্ই মঞ্চ ভেঙে পড়লে, তিনি জখম হন।
মঞ্চ ভেঙে পড়ার আগের মুহূর্তের ছবি
মন্ত্রী বিপ্লব মিত্র ছাড়াও এই যোগদান কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি উজ্জ্বল বসাক, তৃণমূল নেতা বিপ্লব খাঁ প্রমুখ নেতা। এদিন বিপ্লব মিত্রের উপস্থিতিতে প্রায় ১২ হাজার কর্মী বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগ দেন।
আরও পড়ুন –পুরভোট প্রচারের সময়সীমা বাড়াল কমিশন
এই যোগদান পর্বের পরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী। সেসময় আচমকা সভামঞ্চ ভেঙে তিনি পড়ে যান। মঞ্চে থাকা বাকিরাও আহত হয়েছেন। তবে, রক্ষে কারওরই আঘাত গুরুতর নয়। এদিন আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। কপাল ভালো তা হয়নি। মঞ্চ ভাঙার কারণ খতিয়ে দেখা হচ্ছে।