 
								                                 
                           
                        মালবাজার: ডুয়ার্সে ঘুরতে যাওয়া পর্যটকদের তথ্য জেলা পুলিশকে জানানো যাবে এবার টেকনোলজির সাহায্য। ডুয়ার্সের রিসর্ট ও হোটেলে থাকা পর্যটকদের পরিচয় জেলা পুলিশকে জানানোর জন্য এই বিশেষ প্রযুক্তির ব্যবস্থা করা হয়েছে।
সোমবার মূর্তির একটি বেসরকারি রিসর্টে জেলা পুলিশের তরফে ওই প্রযুক্তির বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। বলা হয়েছে স্মার্ট ফোন বা কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে রিসোর্টে থাকা পর্যটকদের পরিচয় সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে হবে। সেই তথ্য সরাসরি চলে যাবে জেলা পুলিশের কাছে।
বিভিন্ন সময় অপরাধ করে পর্যটক সেজে লুকিয়ে থাকে অভিযুক্তরা। কখনও সেখানে অপরাধ করে। আবার কখনও পুলিশ পৌঁছনোর আগেই অপরাধীরা পালিয়ে যায়। তখন হোটেল ও রিসর্ট কর্তৃপক্ষের হয়রানি হয়। সেই কারণেই এই বিশেষ ব্যবস্থাপনা।
আরও পড়ুন- বি টেকে ভর্তির পরীক্ষা দিতে এসে গ্রেফতার ভুয়ো পরীক্ষার্থী
সোমবার জলপাইগুড়ি ডিআইবি-১ এর আধিকারিক দেবব্রত ঝা সহ অন্যান্য আধিকারিকরা এইসব বিষয়ে রিসর্টে মালিকদের বিষয়ে বোঝান। নতুন এই পদ্ধতির ফলে কোন রিসর্টে কোন পর্যটক আছে তা সহজেই জানতে পারবে পুলিশ। পুলিশের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন রিসর্ট মালিকেরা।
আরও পড়ুন- ৬ আদিবাসী মহিলাকে বিয়ে, ধৃত বিহারের এক ব্যাক্তি
রিসর্ট মালিক সংগঠনের তরফে শেখ জিয়াউল রহমান,পরিমল রাউথ,দেবকমল মিশ্র-সহ অন্যান্য রিসোর্ট মালিকরা উপস্তিত ছিলেন। তাঁরা জানান এই প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই আমরা রিসোর্টে থাকা পর্যটকদের পরিচয় পুলিশকে আমরা জানাতে পারবো,এটি খুবই ভালো উদ্যোগ।