কলকাতা টিভি ওয়েব ডেস্ক: বিজেপি দেশের ঐতিহ্য সংস্কৃতি ও ইতিহাস ধ্বংস করে দিচ্ছে বলে অভিযোগ করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। মঙ্গলবার কংগ্রেসের সংসদীয় দলের (CPP) বৈঠকে সোনিয়া বলেন, বিজেপি ধর্মীয় বিভাজন ও মেরুকরণের রাজনীতি করছে। একের পর এক রাজ্যে এর ফলে রাজনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। যেভাবেই হোক বিজেপির এই প্রচেষ্টা আমাদের রুখতে হবে।
পাঁচ রাজ্যের ভোটে ভরাডুবির পর এই প্রথম কংগ্রেস সংসদীয় দলের বৈঠক (Congress Parliamentary party meeting)বসল। এই বৈঠকে একদিকে যেমন দলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন কংগ্রেস সভানেত্রী, তেমনই বিজেপিকে রুখতেও ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর জোর দেন তিনি। সোনিয়া বলেন, আমরা কিছুতেই দেশের সম্প্রতি এবং ঐক্য বিনষ্ট হতে দেব না। সমস্ত শক্তি দিয়ে বিজেপিকে প্রতিহত করতে হবে।
এই বৈঠকে কংগ্রেস নেত্রীর অভিযোগ, শাসকদল বিরোধী দলের নেতা কর্মীদের নানা ভাবে বিরক্ত করছে। রাষ্ট্রীয় শাসন যন্ত্রকে কাজে লাগিয়ে বিরোধীদের হেনস্থা কড়া হচ্ছে। কেন্দ্রীয় বিভিন্ন সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের ভয় দেখাচ্ছে বিজেপি। নানা রকম হুমকিও দেওয়া হচ্ছে।সোনিয়া বলেন, এসব করে আমাদের দমানো যাবে না।আমরা কোনও হুমকির কাছে মাথা নত করব না। এটা পরিষ্কার করে বিজেপিকে জানিয়ে দিতে চাই।