আসানসোল: ২০১৪-তে প্রথম সাংসদ হন। মন্ত্রিসভায় স্থানও পান। তারপর থেকে টানা ৭ বছর কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন বাবুল সুপ্রিয়। নরেন্দ্র মোদির প্রিয়পাত্রও ছিলেন। খুঁটিনাটি বিষয় নিয়ে বিবাদ হলেও দলের বিরুদ্ধে সে ভাবে মুখ খোলেননি। কিন্তু দিনকয়েক আগে মন্ত্রিসভার রদবদলে আচমকা বাবুলের মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়।
তারপর থেকেই বাবুলের গলায় শোনা যাচ্ছে আক্ষেপের সুর। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে দলীয় নেতৃত্বের প্রতি পরোক্ষে ক্ষোভ প্রকাশ করেন বাবুল। দিলীপ ঘোষকে উদ্দেশ্য করেও একাধিক বক্তব্য রেখেছেন। এবার ‘ট্যুইটার বায়ো’ পরিবর্তন করে নয়া জল্পনা উসকে দিলেন আসানসোলের বিজেপি সাংসদ।
বাবুলের ‘ট্যুইটার বায়ো’ থেকে স্পষ্ট রাজনীতি থেকে দূরে থাকতে চাইছেন তিনি। ‘বায়ো’র In Politics to Work but not a ‘Politician’ by কথাতেই সে বিষয়টি স্পষ্ট। তবে বাবুল ঘনিষ্ঠদের কথায়, রাজনীতি ছাড়ছেন নাকি বিজেপি ছাড়ছেন এ বিষয়ে বাবুল তেমন কিছুই বলছেন না। তবে আপাতত তিনি কয়েকদিন রাজনীতি থেকে ছুটি নিচ্ছেন।
বিজেপির সঙ্গে বাবুলের দূরত্ব বাড়তেই ময়দানে নেমেছে তৃণমূল। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে বাবুলকে সরিয়ে দেওয়ার পরই তাঁর সঙ্গে যোগাযোগের সেতু রচনা করেছে ঘাসফুল শিবির। ভবিষ্যতে বাবুল তৃণমূলের পথে পা বাড়াতে পারেন বলেও রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।