নদিয়া: ছোট্ট একটা দোকান। প্রতিদিনই সেখানে ভিড়। দূরদূরান্ত থেকে মানুষ আসেন গাড়ি মেরামত করতে। উপর থেকে তাই মনে হলেও এর আড়ালে রমরমিয়ে চলছে জাল নোটের কারবার। ঘটনাটি নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তে কৃষ্ণগঞ্জ থানা এলাকায়।
আরও পড়ুন: রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা, জেলায় জেলায় সতর্কতা
সূত্র মারফত খবর পেয়ে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ হানা দেয় জয়ঘাটা এলাকায়। সেখান থেকে উদ্ধার হয় প্রচুর জাল নোট। রবিবার ৫০০ টাকার মোট ২৩ টি জাল নোট উদ্ধার করে পুলিশ। যার বাজারমূল্য ১১ হাজার ৫০০ টাকা। জাল নোট উদ্ধারের সঙ্গে সঙ্গে ওই গ্যারাজের মালিক তাপস মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: নকল পানীয় জল হইতে সাবধান
কীভাবে এবং কোথা থেকে এই টাকাগুলো এসেছে, এর সঙ্গে আর কারা জড়িত তা নিয়ে তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। ধৃত তাপস মন্ডলকে কৃষ্ণনগর আদালতে তোলা হয়। পুলিশ নিজেদের হেফাজতে রাখার আবেদন করে। আদালত ধৃতকে ১৪ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। যেহেতু পাশেই সীমান্ত তাই এই জাল নোটের কারবার বাংলাদেশেও দেশেও ছড়িয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।