Placeholder canvas
কলকাতা শনিবার, ২৯ জুন ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
RCB vs KKR:’চেন্নাইয়ের হারের বদলা এই জয়ে’: ডু’প্লেসিস !
দীপঙ্কর গুহ Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ০৯:২০:২৫ এম
  • / ১৬০ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

চার বল বাকি থাকতে তিন উইকেটে জয় পেয়ে গেছে তাঁর দল। আরসিবি নেতা ফাফ ডু প্লেসিস ম্যাচের শেষে বললেন,’বরফের মতো ঠান্ডা মানসিকতার বিচারে, এম এস ধোনির পরই থাকবে দীনেশ কার্তিক।’ কেকেআরকে মাচের শেষ ওভারে প্রথম দুই বলে হারিয়ে দিলেন – ডিকে। প্রথম বলে ছক্কা। পরের বলে স্ট্রেট ড্রাইভে চার। মনে হল যেন, একরাশ অপমানের সমুচিত জবাব দিল কার্তিকের ব্যাট। গত বছর অনেক কিছু হজম করতে হয়েছিল তাঁকে। এই ম্যাচটিতে সব কিছু তিনি মাঠেই হিসাব বুঝিয়ে দিলেন।

এবারের আই পি এলে ব্যাঙ্গালোর দ্বিতীয় ম্যাচ খেলে ফেললো। আর পরিসংখ্যান ঘেঁটে দেখছি, ডিকের স্ট্রাইক রেট : ২১৯.০৪। ৪ টি ছক্কা। ৪ টি চার। দুটি ম্যাচেই ‘ফিনিশার’ ট্যাগ তাঁর নামের পাশে।

আরসিবি’র ম্যাচ জিততে শেষ ওভারে দরকার ছিল ৭ রান। ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে ওভারের প্রথম বলে ছক্কা উড়িয়ে গ্যালারিতে ফেলে দিলেন কার্তিক। ম্যাচের স্কোর সমান সমান হয়ে যায়। পরের বলে বাউন্ডারি মেরে মধুর জয় ছিনিয়ে আনলেন।

কোহলির কভার ড্রাইভে বাউন্ডারি।

ইনিংস শুরুতে তৃতীয় বলে উইকেট চলে যেতেই ক্রিজে গিয়েছিলেন ভিকে ( Virat Kohli)। তিনি প্রথম যে বলটা পেলেন, সেটাই বাউন্ডারিতে পাঠালেন। পরেরটাও তাই। এই না হলে, বড় ক্রিকেটার! বোলারকে যেন বোঝালেন, আগের বলে উইকেটটা বরাত ভালো – পেয়ে গেছ। এমন এক জয়ে খুশি আগের নেতা বিরাট কোহলি। ম্যাচের শেষে টুইট করে সকলকে জানিয়েও দিলেন।

এর বাইরেও এমন লো স্কোরিং ম্যাচে আরও অনেকে নজরে এলেন। যেমন, হার্শাল প্যাটেল। তিনি ৩ উইকেট নিলেন। এতদিনের টুর্নামেন্টে তিনি দ্বিতীয় বোলার যিনি পরপর দুটি ওভার মেডেন নেন।

কার্তিক ৭ বলে অপরাজিত ১৪ রান করলেন (১টি ছক্কা,১টি চার)। তাঁকে সাহায্য করলেন হার্শাল প্যাটেলও। ৬ বলে ১০ রান করে অপরাজিত (২টি বাউন্ডারি) থেকে জয় নিয়ে ফিরলেন। কার্তিক আর প্যাটেল সপ্তম উইকেটে ২১ রান যোগ করে নিয়েছিলেন।

আকাশদীপকে পরামর্শ দিচ্ছেন কোহলি।

নজর কাড়লেন বাংলা রঞ্জি দলের পেসার আকাশদীপ। এই ডানহাতি পেসারটি (৩/৪৫) আর শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানিনদু হাসারঙ্গা (৪/২০) নাইটসদের ১২৮ রানে আটকে দিয়েছিলেন টস জিতে আগে বোলিং করে। বোলিং করতে নেমে প্রথম ৩ ওভারেই আরসিবি’র ওপেনার অনুজ রাওয়াত (০),ফাফ ডু প্লেসিস (৪ বলে ৫ রান) আর বিরাট কোহলিকে (৭ বলে ১২ রান) তাড়াতাড়ি ফিরিয়ে কেকেআরকে লড়াইয়ে রেখেছিলেন ছিলেন উমেশ যাদব এবং টিম সাউদি।

১৭ রানে ৩ উইকেট এমন অবস্থায়, শেরফান রাদারফোর্ড (৪০ বলে ২৮ রান) চতুর্থ উইকেট জুটিতে ৪৫ রান যোগ করেন ডেভিড উইলিকে (২৮ বলে ১৮ রান) নিয়ে। এই জুটি ভেঙে দেন কেকেআরের মিস্ট্রি স্পিনার সুনীল নারিন। উইলি ফেরার পর বাংলার আরেক ক্রিকেটার শাহবাজ আহমেদকে ( ২০ বলে ২৭ রান) নিয়ে ম্যাচে ফিরে আসেন রাদারফোর্ড। কিন্তু এই দুই ব্যাটার পরপর আউট হয়ে যান। কিন্তু কার্তিক আর প্যাটেল এদিন অন্য মেজাজে ছিলেন।

বাংলার আকাশদীপ ছিলেন ম্যাচ শুরুর হিরো। ২৫ বছর বয়সী নিজের প্রথম স্পেলের প্রথম বলে ফেরান ভেঙ্কটেশ আয়ারকে (১৪ বলে ১০ রান)। আগের ম্যাচে ছন্দে ফেরা রাহানে (১০ বলে ৯ রান) ফেরেন সিরাজের বলে ক্যাচ দিয়ে। কেকেআর ২ উইকেটে ৩২ রান থেকে আরও কোণঠাসা হয়ে পড়ে, আকাশদীপ মারকুটে নীতিশ রানাকে (৫ বলে ১০ রান) ফেরাতেই।

এরপরের পর্বে নায়ক হয়ে ওঠেন হাসারঙ্গা (৪/২০)। শ্রেয়স (১০ বলে ১৩ রান), রাসেল (১৮ বলে ২৫ রান),সাম বিলিংস (১৫ বলে ১৪ রান)কে ফেরান শ্রীলঙ্কার লেগ স্পিনার। শেষে উইকেটে উমেশ-বরুন ২৭ রান যোগ না করলে, শেষ ওভার পর্যন্ত লড়াই করতে পারতো কিনা কেকেআর-তা নিয়ে সংশয় ছিল।

ম্যাচের সেরা হলেন ৪ উইকেট পাওয়া শ্রীলঙ্কার লেগ স্পিনার হাসারঙ্গা। এখন পার্পেল ক্যাপ তাঁর মাথায়। আর অরেঞ্জ ক্যাপ এখনও আরসিবি নেতা ডু প্লেসিসের মাথায়। আর টিম আরসিবি ৬ নম্বরে।

ম্যাচের শেষে নাইট ক্যাপ্টেন শ্রেয়স প্রশংসা করলেন, স্পিনার হাসারঙ্গার। কিন্তু এই দলের আগের ক্যাপ্টেন কার্তিক যে ম্যাচটা শেষবেলায় ছিনিয়ে নিয়ে গেলেন,তা নিয়ে কোনও শব্দ খরচ করেনি কেকেআর শিবির।

কোহলির দক্ষিণ আফ্রিকা প্রেম!

বরঞ্চ আরসিবি’র নেতা ডু প্লেসিসের এখনও চেন্নাই প্রীতিতে অনেকেই অবাক। ম্যাচের শেষে তিনি বলে বসেছেন,’আমি খুব কষ্ট পেয়েছিলাম চেন্নাইকে এই কেকেআরের কাছে হারতে দেখে। আমি আমার দলের ছেলেদের জন্য বলেছিলাম, চেন্নাইয়ের জন্য এই ম্যাচ আমাদের জিততে হবে। কোহলিও আমার সঙ্গে একইভাবে জয়ের কথা বলেছিল।’ এ আবার কী মানসিকতা! নিজের দলের জন্য নয়, অন্য দলের জন্য এই জয়! তাহলে সিএসকে বনাম আরসিবি ম্যাচে ডু প্লেসিস কি বলবেন?

ছবি: সৌ টুইটার।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫
১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২
২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮২৯
৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

ইউরোর শেষ ষোলোয় ফ্রান্স-বেলজিয়াম
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
হকার উচ্ছেদ নিয়ে জনস্বার্থ মামলার পরামর্শ বিচারপতির
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
রোনাল্ডোদের হারিয়ে ইতিহাস সৃষ্টি করল জর্জিয়া
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
আফগানদের দুরমুশ করে বিশ্বকাপ ফাইনালে দঃ আফ্রিকা
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
রেললাইনের পাশ থেকে বিজেপি নেতার মৃতদেহ উদ্ধার
বুধবার, ২৬ জুন, ২০২৪
বেআইনি টোটোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ আরামবাগে
বুধবার, ২৬ জুন, ২০২৪
বিধানসভার সিঁড়িতে রাজ্যপালের অপেক্ষায় ধরনায় সায়ন্তিকা-রেয়াত
বুধবার, ২৬ জুন, ২০২৪
প্রায় ৩ মাস ধরে জলসঙ্কট, প্রতিবাদে রাস্তা অবরোধ গ্রামবাসীদের
বুধবার, ২৬ জুন, ২০২৪
বিরোধীরা দেশের মানুষের আওয়াজ, দলনেতার দায়িত্ব নিয়ে মন্তব্য রাহুলের
বুধবার, ২৬ জুন, ২০২৪
মিড ডে মিলের চাল চুরি, গ্রামবাসীদের হাতে পাকড়াও রান্নার কর্মী
বুধবার, ২৬ জুন, ২০২৪
সংসদে বক্তৃতায় স্পিকারকে নিয়ে আশার কথা শোনালেন মোদি
বুধবার, ২৬ জুন, ২০২৪
ইডির পর সিবিআইয়ের হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী
বুধবার, ২৬ জুন, ২০২৪
চলন্ত ট্রেনে মহিলার ব্যাগে শিশু, ধুন্ধুমার বিরাটি স্টেশনে
বুধবার, ২৬ জুন, ২০২৪
গুমোট গরমে নাজেহাল, কবে থেকে ভারী বৃষ্টি? 
বুধবার, ২৬ জুন, ২০২৪
লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা
বুধবার, ২৬ জুন, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team