মেদিনীপুর: মঙ্গলবার দুয়ারে রেশন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ সেই উদ্বোধন ভার্চুয়ালি দেখাতে বড় স্ক্রিন লাগানো হয়েছিল মেদিনীপুর শহরে৷ জগনুতলা মাঠে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন বিধায়ক, জন প্রতিনিধিরা ছাড়াও জেলাশাসক ডা: রেশমী কমল, পুলিস সুপার দীনেশ কুমারও৷ আর প্রকল্পের উদ্বোধন শেষ হতেই রেশনের সামগ্রী গ্রাহকের বাড়িতে পৌঁছে দিলেন জেলা শাসক ও পুলিস সুপার৷
মেদিনীপুর শহরের জগনুতলা মাঠে আয়োজিত অনুষ্ঠানে শহরের বিভিন্ন প্রান্তের মানুষও হাজির ছিলেন৷ মুখ্যমন্ত্রীর উদ্বোধন পর্ব শেষ হতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষুদ্র একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ একটি রেশনের গাড়িকে প্রতিকী উদ্বোধন করে রেশন বিলি করতে পাঠান জেলা শাসক ও পুলিস সুপার৷ পরে কয়েকশ মিটার দূরে জগনুতলা এলাকার এক গ্রাহকের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জেলা শাসক, পুলিস সুপার সহ জেলা প্রশাসনের আধিকারিকরা৷ সন্ধের অন্ধকারেই মল্লিকা সিংহ নামে এক গ্রাহকের বাড়িতে গিয়ে তাঁর বায়োমেট্রিক ছাপ নিয়ে রেশনের চাল, চিনি, গম দেন আধিকারিকরা৷ পরে আরও বহু গ্রাহকের বাড়িতে দেওয়া হয়৷
আরও পড়ুন-দেওচা পাঁচামি কয়লা ব্লক প্রকল্পের নোটিফিকেশন জারি করল সরকার
জেলা শাসক রেশমী কমল বলেন, ‘মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরে একটি গাড়ি প্রতিকী হিসেবে উদ্বোধন করা হয়েছে৷ একই সঙ্গে দুজন রেশন গ্রাহকের বাড়িতে রেশনের সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে৷ নতুন নিয়মে কাল বুধবার থেকে প্রত্যেক গ্রাহকের বাড়িতে বিলি হবে৷
অন্যদিকে বাড়িতে এসে রেশন দিয়ে যাওয়ায় রীতিমতো খুশি গ্রাহক মল্লিকা সিংহ৷ তিনি বলেন, দেড় কিমি হেঁটে লাইনে দাঁড়িয়ে রেশন নিতে হতো৷ তা বয়ে আনতে সমস্যা হতো৷ এখন সেই ঝামেলা একেবারে কমে গিয়েছে৷ আমরা খুবই খুশি৷