বহরমপুর: রানীনগর পঞ্চায়েত সমিতির তৃণমূল ব্লক সভাপতি শাহ আলমের গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ল দুষ্কৃতীরা। এই ঘটনায় ওই তৃণমূল সভাপতির ড্রাইভার সহ আরও একজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
আরও পড়ুন-দেশ ছেড়ে পালিয়ে গেলেন আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি, আসরে হামিদ কারজাই
স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধেয় রানীনগর কার্তিক পাড়া এলাকায় একটি পুকুরের ধারে বসে ছিলেন তৃণমূল ব্লক সভাপতি শাহ আলম। এরপর তিনি গাড়িতে করে একটি অনুষ্ঠানে যাওয়ার সময় দুষ্কৃতিরা তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়েতে শুরু করে। এই ঘটনায় তাঁর গাড়িচালক আব্দুর সাত্তার ও সোশ্যাল মিডিয়া পার্সন সোহেল শেখ আহত হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে হাসপাতালে আসেন রানীনগররের তৃণমূল বিধায়ক সৌমিক হোসেন।
আরও পড়ুন- ভূমিকম্প বিধ্বস্ত হাইতিতে মৃতের সংখ্যা বেড়ে ৭২৪
প্রত্যক্ষদর্শী মিজান হাসান বলেন, রাস্তার মধ্যে সাত-আট জন দুষ্কৃতী দাঁড়িয়েছিল। শাহ আলমের গাড়ি ঘটস্থলে পৌঁছতেই এলোপাতাড়ি বোমা ছুড়তে শুরু করে দুষ্কৃতীরা। সকেট বোমা ছোড়া হয় গাড়ি লক্ষ্য করে। গাড়িতে শাহ আলমের নিরাপত্তারক্ষী থাকলেও তিনি প্রতিরোধ করতে পারেননি। তবে ব্লক সভাপতি শাহ আলমের কিছু হয়নি বলে জানান ওই প্রত্যক্ষদর্শী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন- দেশ ছেড়ে পালিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি
বিধায়ক সৌমিক হোসেন বলেন, এই বোমাবাজির সঙ্গে বিরোধীরা জড়িত রয়েছে। বিধানসভা ভোটে রানীনগর বিধানসভায় শাহ আলমেরহ ভূমিকা ছিল নজরকাড়া। তাই, শাহ আলমকে খুনের চক্রান্ত করেছিল বিরোধীরা৷ অভিযোগ অস্বীকার করে জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেন, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই বোমাবাজি৷ এই ঘটনায় কোনও ভাবেই কংগ্রেস জড়িত নয়৷