করোনায় আক্রান্ত মেসি। হোম আইসোলেশনে রয়েছেন। ফরাসি কাপে মঙ্গলবার লিওনেল মেসি খেলেননি। আর খেলেননি নেইমারেও। তাদের অনুপস্থিতিটা বুঝতেই দিলেননা পিএসজির আরেক তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই তারকা ফুটবলারের হ্যাটট্রিকে ভেনের বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে পিএসজি। তাতেই ফরাসি কাপে সেরা ১৬ তে জায়গা করে নিয়েছে ফ্রেঞ্চ লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। দল চলে গেল প্রি – কোয়ার্টার ফাইনালে।
পিএসজি – ম্যাচের শুরু থেকেই বল দখল এবং আক্রমণের ধারে ভারে এগিয়ে ছিল। ভেনের মাত্র তিনটি শট পি এস জি’র তেকাঠির মধ্যে ছিল। আর বিপক্ষের গোল মুখে ১২ বার আক্রমণে শানিয়েছিল মাউরিসিও পচেত্তিনোর দলবল।
Kylian Mbappé has 13 goals & 3 assists in his last 9 Coupe de France games (7 starts).
A goal/assist every 40 minutes.#Mbappe #CoupedeFrance pic.twitter.com/YmTklKQ95J
— Mbappestats (@mbappestats_) January 3, 2022
দাপট ধরে রেখে ম্যাচের প্রথম গোল পেতে ২৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে পিএসজিকে। দলকে এগিয়ে দেন কিম্পেম্বে। খুব কাছ থেকে বাতাসে শরীর ছুঁড়ে হেড করে বল জালে পাঠান এই ডিফেন্ডারটি । প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে।
বিরতির পর আরও তিনটি গোল করে ফরাসি লিগের অন্যতম প্রধান দলটি। আর দলের হয়ে পরপর তিনটি গোলই দিলেন কিলিয়ান এমবাপ্পে। নিজের প্রথম এবং দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন বিরতির পর ১৪ মিনিটে। কিম্পেম্বের বাড়িয়ে দেয়া পাস ধরে একজনকে কাটিয়ে সহজের জালে বল পাঠিয়ে দেন এমবাপ্পে (২-০)। পরের গোলটি ম্যাচের ৭১ মিনিটে বিপক্ষের ডি-বক্সের মাথা থেকে বিদ্যুৎ ঝলকের গতির শটে ( ৩-০) করেন।
Le but incroyable de Kylian Mbappé ??#VOCPSG | #Mbappe pic.twitter.com/RP6ApNo7Lt
— N S G (@NSG_OFF) January 3, 2022
বয়স মাত্র ২৩ বছর এই ফরাসি স্ট্রাইকারটি নিজের হ্যাটট্রিক করে নেন ম্যাচের ৭৬ মিনিটে। আগের গোলটির ৫ মিনিট পরেই। এরিক এবিম্বের সঙ্গে ওয়াল খেলতে খেলতে এগিয়ে গিয়ে একটি নিঁখুত শটে বল বিপক্ষের জালে পাঠান এমবাপ্পে। ৪-০ রেজাল্টে ম্যাচ জিতে নেয় পিএসজি।
ছবি: সৌ টুইটার।