আলিপুরদুয়ার: যুবকের বিকৃত যৌন লালসার শিকার হতে হ’ল এক পঁচানব্বই বছরের বৃদ্ধাকে। শুক্রবার আলিপুরদুয়ারের মাদারিহাটে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযুক্ত যুবক সুরাজ ওঁরাওকে গ্রেপ্তার করেছে মাদারিহাট থানার পুলিশ। ধৃত যুবকের ওই বিকৃত মানসিকতায় রীতিমতো স্তম্ভিত পুলিশ কর্তা থেকে শুরু করে চিকিৎসক মহল।
আরও পড়ুন- সম্পর্কের টানাপোড়েন, বিবাহিত মহিলাকে ছুরি মেরে খুনের চেষ্টা প্রেমিকের
নিজের বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধা। সেই সুযোগকে কাজে লাগিয়ে সুরাজ ওঁরাও নামের প্রতিবেশী ওই যুবক ১ আগস্ট বিকেলে মদ্যপ অবস্থায় ওই বৃদ্ধার উপর চড়াও হয়। তিনি প্রতিরোধের চেষ্টা করলে মুখে কাপড় গুঁজে দেওয়া হয়। তারপর ওই পঁচানব্বই বছরের বৃদ্ধাকে ধর্ষণ করে ওই যুবক। শারিরীক ও মানসিক ভাবে বিধ্বস্ত ওই বৃদ্ধাকে শেষ পর্যন্ত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা। ঘটনার খবর পেয়ে হাসিমারা থেকে ওই বৃদ্ধার মেয়ে এসে, মাদারিহাট থানায় লিখিত অভিযোগ জানান।
আরও পড়ুন- দিল্লি ধর্ষণ-খুন কাণ্ডের তদন্ত করবে ক্রাইম ব্রাঞ্চ
তবে, ওই ঘটনার পর থেকেই ফেরার ছিল অভিযুক্ত সুরাজ ওঁরাও। শুক্রবার অভিযান চালিয়ে, শেষ পর্যন্ত তাকে পাকড়াও করে পুলিশ। ঘটনা জানার পর বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সুবর্ণ গোস্বামী জানিয়েছেন ‘অত্যন্ত নিন্দনীয় ঘটনা। তবে, এটা কী শুধুই মানসিক বিকৃতি নাকি তার পেছনে দুষ্কৃতি মানসিকাতা কাজ করেছে সেটা জানার জন্য ওই যুবকের ‘সাইকোমেট্রিক এ্যানালাইসিস’ করা প্রয়োজন। তাহলেই পূর্নাঙ্গ বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।’ জেলার পুলিশ সুপার ভোলানাথ পান্ডে জানিয়েছেন, ‘ভাবতেই অবাক লাগছে।আমরা অপরাধীকে গ্রেপ্তার করেছি।সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করা হয়েছে।’ পুলিশ জানিয়েছে আপাতত ওই বৃদ্ধা স্থিতিশীল রয়েছেন।