চিড়িয়াখানায় নতুন অতিথি। দার্জিলিং চিড়িয়াখানায় জন্ম নিল দুটি রেড পান্ডা শাবক।
দার্জিলিংয়ের পদ্মজা নাইডু জিওলজিক্যাল পার্ক সারা দেশের মধ্যে কৃত্রিম প্রজননের জন্য অন্যতম। বিশেষ করে রেড পান্ডা, টিবেটিয়ান ভালুক এবং স্নো লেপার্ডের কৃত্রিম প্রজননের জন্য শুধু ভারতবর্ষে নয় বিদেশেও যথেষ্ট সমাদৃত পদ্মজা নাইডু জিওলজিক্যাল পার্কের নাম।
বৃহস্পতিবার সকালে দার্জিলিং চিড়িয়াখানায় কৃত্রিম প্রজননের মাধ্যমে শোভা নামের এক রেড পান্ডা দুটি শাবকের জন্ম দিয়েছে। দুটো শাবকসহ মা পান্ডা শোভা ভালো আছে বলে জানিয়েছেন জু ডিরেক্টর ধর্মদেও রাই। এই দুটো শাবক নিয়ে এই মুহূর্তে দার্জিলিং চিড়িয়াখানায় রেড পান্ডার সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫।