বাংলায় করোনা সংক্রমণ নিম্নমুখী হলেও, এখনও বেশ কিছু এলাকা প্রশাসনকে চিন্তায় রেখেছে। সংক্রমণে লাগাম টানাতে সেই সব এলাকায় নতুন করে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। সংক্রমণের নিরিখে রাজ্যে শীর্ষস্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩৭ জন। যার মধ্যে অশোকনগর থেকে আক্রান্ত ৩১ জন। তাই আশোকনগর পুরসভার উদ্যোগে ১৫ নম্বর ওয়ার্ড এবং ৮ নম্বর ওয়ার্ডকে নতুন করে কনটেনমেন্ট স্পট ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন ‘মন কি বাত’-এ মিলখা স্মরণ প্রধানমন্ত্রীর
আরও পড়ুন টিকা নিয়ে ভয় কাটাতে ‘মন কি বাত’-এ বার্তা মোদির
অশোকনগরে একই পরিবারের তিনজন করোনা আক্রান্ত হওয়ায় পৌরসভার ১৫ নং ওয়ার্ড সহ 8 নম্বর ওয়ার্ডে দু’ জায়গায় কন্টেন্টমেন্ট স্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। রবিবার কনটেনমেন্ট স্পট ঘুরে দেখতে আসেন এডিএম ট্রেজারি তাহিরুর জামান সহ অশোকনগর থানা এবং পৌরসভার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। বাড়িটিকে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়। এ ছাড়াও বাড়ির সামনে বসানো হয়েছে পুলিশ পিকেট।
আরও পড়ুন জম্মুতে ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ, তদন্তে এনআইএ
পুরসভা সূত্রে খবর, অশোকনগর পুরসভা এলাকায় ৩১ জন করোনা আক্রান্ত রোগী আছেন। রাজ্যে সরকার করোনার প্রকোপ কমাতে ইতিমধ্যেই একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। ইতিমধ্যেই কলকাতার একাধিক জায়গায় এবং হাওড়া সহ দুই ২৪ পরগণার বিভিন্ন জায়গাকে মাইক্রো কনটেনমেন্ট স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আরও পড়ুন নিম্নমুখী মৃত্যুর গ্রাফ, সুস্থতার পথে এগোচ্ছে বাংলা