উত্তর ২৪ পরগনা: বিবাহ বহির্ভূত সম্পর্ক। চিরদিনের মত স্বামীকে সরিয়ে দিতে প্রেমিকের সঙ্গে যোগসাজস করেন স্ত্রী। এমনটাই অভিযোগ উঠল মৃতের স্ত্রী আলপনা সর্দার ও তাঁর প্রেমিক মধু হালদারের বিরুদ্ধে। ইতিমধ্যেই গোপালনগর থানার পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত দু’জনকে।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার গোপালনগর থানার মোল্লাহাটি শিকারিপারা এলাকায়। মঙ্গলবার সকালে ঘরের মধ্যে থেকে প্রফুল্ল মিস্ত্রীর (৬০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছিল৷ এরপর থেকেই পলাতক ছিল অভিযুক্তরা। বৃহস্পতিবার রাতে তাঁদের গোপালনগর থানার নহাটা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
মৃত প্রফুল্লর পরিবারের লোকেরা জানিয়েছে, আলপনা প্রফুল্ল দ্বিতীয় স্ত্রী। পরিবারের অভিযোগ অনুযায়ী, আলপনার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল ওই গ্রামের মধু হালদারের৷ প্রফুল্ল জানতে পারার পর প্রতিবাদ করত। তাই পথের কাঁটা সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন আলপনা ও মধু। পরিবারের অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। পুলিশি জেরার মুখে স্বামীকে খুনে কথা আলপনা স্বীকার করেছে বলে দাবি তদন্তকারীদের। শুক্রবার অভিযুক্তদের বনগাঁ আদালতে পাঠানো হবে।