বিতর্ককে পাশে সরিয়ে রেখে যোগীতেই মজলেন মোদী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বার্ধক্য প্রকল্পের প্রশংসা করে ট্যুইট প্রধানমন্ত্রীর। রাজ্যের প্রবীণদের জন্য যে উদ্যোগ যোগী নিয়েছেন, তাকে খুব ভাল উদ্যোগ বলে ট্যুইটে জানিয়েছেন মোদী।
বয়স্কদের স্বাস্থ্য, সেবা, আইনি সহায়তাসহ একাধিক বিষয় এই বার্ধক্য প্রকল্পের আওতায় রাখা হয়েছে। রাজ্যের কলসেন্টারগুলির মাধ্যমে প্রকল্পের পরিষেবা দিতে উদ্যোগী হয়েছে যোগী সরকার। কোভিড পরিস্থিতিতে ঘরে বাইরে সমালোচনার মুখে পড়তে হয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে।
কোভিড মোকাবিলায় রাজ্য সরকার ব্যর্থ বলে মুখ খুলেছে বিভিন্ন রাজনৈতিক দল। দলের মধ্যেই মুখ্যমন্ত্রী ও তাঁর সরকারের বিরুদ্ধে অসন্তোষ দেখা দিয়েছে। তার প্রভাব পড়েছে সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটেও। অন্যদিকে আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন যোগী।
কোভিডে মৃত্যুর ঘটনায় গত এপ্রিল-মে মাসে শিরোনামে ছিল উত্তরপ্রদেশ। গঙ্গায় মৃতদেহ ভেসে যাওয়া থেকে পারে নদীর চরে মৃতদেহ পুঁতে দেওয়ার ঘটনায় বিভিন্ন মহলে মুখ্যমন্ত্রী যোগীর সমালোচনা হয়। তবে এসব বিতর্ককে যে আমল দিতে রাজি নন প্রধানমন্ত্রী, তা ট্যুইট থেকেই স্পষ্ট।