কোভিড মোকাবিলায় যোগী রাজ্যকে সার্টিফিকেট দিয়েই বিতর্কের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । যেখানে আদিত্যনাথ সরকারকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি। যা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। এই নিয়ে মোদির বক্তব্যকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় মোদির এই বক্তব্যকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ওব্রায়েন।যেখানে তিনি লিখেছেন, ‘১৫ জুলাই দিনটিকে তিনি ১ এপ্রিল বানিয়ে দিয়েছেন।’ অর্থাৎ ১ এপ্রিল দিনটিকে সাধারণ মানুষ ‘এপ্রিল ফুল’ হিসেবেই জানেন। যা সারা বিশ্বে বোকা বানানোর দিন হিসেবেই পরিচিত।
আরও পড়ুন রবীন্দ্রনাথের বাংলায় হিংসা, ভিটেছাড়া মানুষ, হাইকোর্টে রিপোর্ট মানবাধিকার কমিশনের
কোভিডের মোকাবিলায় এর আগেও দেশ জুড়ে সমালোচনার মুখে পড়েছে উত্তর প্রদেশ সরকার। করোনায় মৃত রোগীদের দেহ নদীতে ভাসতে দেখা গিয়েছে। ব্রিজ থেকে বস্তায় মুড়ে কোভিড রোগীর দেহ নদীতে ফেলা হয়েছে। অক্সিজেনের অভাবে রাজ্যের নানা প্রান্তেই করোনা রোগী মৃত্যুর ঘটনাও ঘটেছে। তার পরেও কীসের ভিত্তিতে যোগী আদিত্যনাথকে প্রশংশায় ভরিয়ে দিলেন মোদি, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে।
আরও পড়ুন করোনায় আক্রান্ত ঋষভ পন্থ
যা নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়।এই ঘটনায় নেটিজেনদের ট্রোলের শিকার হয়েছেন নমো। যেখানে একজন লিখেছেন ‘নরেন্দ্র ঝুটেলেন্দ্র মোদি’। মজার ছলে ভিডিও পোস্ট করে বেশ কয়েকজন লিখেছেন ‘বার বার আপনি মিথ্যে বলেন কেন?’ আবার সরাসরি আক্রমণ করে একজন লেখেন, ‘হ্যাঁ, গঙ্গার জলে মৃত দেহ ফেলে,অসুস্থ মানুষদের হাসপাতালে বেড না দিয়ে, অক্সিজেনের ঘাটতি পূরণ না করে, উত্তরপ্রদেশ অভূতপূর্ব কাজ করেছে।’ আবার মোদিকে সরাসরি কটাক্ষ করে কেউ কেউ লিখেছেন, ‘নরেন্দ্র মোদি আপনি পাগল হয়ে গেছেন, এবার একটু থামুন’।
আরও পড়ুন হাথরস-উন্নাওয়ে ক’টা কমিশন? বাংলার ‘হিংসা’ নিয়ে চলছে চক্রান্ত: মমতা
যোগী রাজ্যের স্বাস্থ্য সুরক্ষা এবং নারী সুরক্ষার বিষয়ে বারবারই নেটিজেন থেকে শুরু করে রাজনীতিবিদদের সমালোচনার সম্মুখীন হয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ। এবার তাঁদেরই প্রশংসায় মুখ খুলতে গিয়ে ফের বিতর্কের কেন্দ্রে মোদি।
আরও পড়ুন কবিতায় বাবার সাথে আলাপ বিগ বি-র