সোনারপুর : রাজ্যে করোনা সংক্রমণের নিরিখে প্রায় প্রতিদিনিই এগিয়ে থাকছে কলকাতা৷ এই পরিস্থিতিতে কলকাতার চারটি ওয়ার্ডে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে৷ বৃহস্পতিবার কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম একথা ঘোষণা করেছেন৷ ওই চারটি ওয়ার্ডে সমস্ত দোকান-পাঠ বন্ধ রাখা সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ফিরহাদ বলেন, রাজপুর সোনারপুর পুরসভা সংলগ্ন কলকাতা পুরসভার ৯৮,৯৯,১০৮ ও ১০৯ নম্বর ওয়ার্ড চারটিতে মাইক্রো কনটেনমেন্ট জোন চালু করা হচ্ছে৷ কড়া নজরদারি চলবে আগামী কয়েকদিন৷
আরও পড়ুন : আরিয়ান খান জামিন পেতেই নবাব মালিকের টুইট, পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত
পুরসভা সূত্রে খবর, রাজপুর সোনারপুর এলাকায় গত কয়েকদিন ব্যাপক হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে৷ সেখানে বর্তমানে কড়াকড়ি চলছে৷ তাই, ওই এলাকা সংলগ্ন কলকাতা পুরসভার চারটি ওয়ার্ডেও কড়াকড়ি করা হয়েছে৷
আরও পড়ুন : গোয়ায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফ নিয়ন্ত্রণে রাখতে কড়া হাতে পরিস্থিতি সামলাতে নেমেছে প্রশাসন। মাস্ক না পরায় সোনারপুর-রাজপুর পুরসভায় গ্রেফতার করা হয় ৮৪ জনকে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিনদিন রাজপুর-সোনারপুর পুর এলাকার ৩৫ টি ওয়ার্ডে কার্যত লকডাউন চলবে। করোনা সংক্রমণের শৃঙ্খলা ভাঙতে মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহারের মতো একান্ত পালনীয় কোভিড বিধিগুলিতে জোর দেওয়া হয়েছে। যার জেরে সকাল থেকে পুর এলাকার বিভিন্ন বন্ধ বাজারে শুরু হয় স্যানিটাইজেশনের প্রক্রিয়া।