ধূপগুড়ি: ষাঁড়ের পেটে কি সত্যিই কোনও মেটাল বা ধাতু আছে? চিকিৎসক বলেছেন, থাকতেও পারে। কেননা পরীক্ষা করে বুঝতে পেরেছেন ষাঁড়টি খাবারের সঙ্গে কোনও ধাতু গিলে ফেলেছে। কিন্তু কী ভাবে বোঝা যাবে পেটের ভিতর আদৌ ধাতু কোনও আছে কি না? আনা হল মেটাল ডিটেক্টর। তারপর…
জলপাইগুড়ি জেলার ধুপগুড়ির মোরঙ্গা চৌপতি এলাকার ঘটনা। দশ দিন ধরে ষাঁড়টি যন্ত্রণায় কাতরাচ্ছিল৷ স্থানীয়রা তা দেখে এলাকার এক পশুপ্রেমী সংস্থায় খবর দেন। খবর পেয়ে পশুপ্রেমী সংস্থার সদস্যরা চিকিৎসক এনে ষাঁড়টিকে পরীক্ষা করেন৷ চিকিৎসকের প্রাথমিক অনুমান, খাবারের সঙ্গে কোনও ধাতু গিলে ফেলেছে৷ সে জন্যই ষাঁড়টি যন্ত্রণায় কাতরাচ্ছে৷ গলা ও নাভির অংশ ফুলে গেছে৷ তবে, শরীরের ঠিক কোন অংশে ধাতব দ্রব্যটি আটকে রয়েছে তা, বাইরে থেকে বোঝা যাচ্ছে না। তাই আনা হল মেটাল ডিটেক্টর। ষাঁড়ের শরীর মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হল৷ কিন্তু না কাজ হল না। বোঝা গেল না সত্যিই ষণ্ডের পেটে লৌহদণ্ড আছে কিনা। আপাতত ষাঁড়টিকে খোঁয়াড়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পশু চিকিৎসকদের সঙ্গে আবারও পরামর্শ করা হবে।