আবার তিনি মাঠে ফিরছেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। ফরাসি ফুটবল এবার দেখতে চলেছে লিওনেল মেসিকে।
আরও পড়ুন:ফার্গুসনের ডাকে সারা দিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তন রোনাল্ডোর
রবিবার রেইমসের বিপক্ষে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে অভিষেক হতে পারে আর্জেন্টিনার সুপার স্টারের । যদিও এই মুহূর্তে ফরাসি ফুটবলপ্রেমীদের আলোচনা চলছে বিশ্বকাপজয়ী কিলিয়ান এমবাপের পরবর্তী ভাবনা চিন্তা নিয়ে।
https://twitter.com/bestismessi/status/1431346960892452866?s=19
মেসি ফ্রান্সের রাজধানীতে পৌঁছানোর পর পিএসজি ইতিমধ্যে দুটি ম্যাচ খেললেও সেই দুটি ম্যাচে খেলেননি তিনি। এই সময়টিকে কাজে লাগিয়ে চলেছেন নিজের ফিটনেস আরও বাড়িয়ে নেওয়ার কাজ সারছেন ছয় বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার খেতাব জয়ের পর, পরিবারের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান। সেই সময়ের মধ্যে তাঁর চুক্তি চূড়ান্ত করতে থাকে মেসির এজেন্ট তাঁর বাবা। ফলে বেশ কিছুটা দেরীতে অনুশীলনে শুরু করেছেন মেসি।
লিগের শেষ যে ম্যাচটি খেলেছে পিএসজি, সেই ম্যাচে ব্রেস্টকে ৪-২ গোলে হারায়। ম্যাচটি জেতার পর পিএসজির কোচ মরিসিও পচেত্তিনো প্রচার মাধ্যমকে বলেন,‘সবকিছু ঠিক থাকলে আশা করছি মেসি খুব তাড়াতাড়ি নিজের ছন্দে চলে আসবে। প্রথম একাদশের হয়ে মাঠে নামবে।’
রেইমসের বিপক্ষে মেসিকে নামানোর পিছনে একটি যুক্তির কথা শোনা যাচ্ছে টিম ম্যানেজমেন্টের থেকে। বিশ্বকাপ বাছাইপর্বের একের পর এক ম্যাচ খেলতে আর্জেন্টিনায় ফিরতে হবে মেসিকে। তার আগে ম্যাচ ফিটনেস ফিরে পেতে চান মেসি। একইভাবে নেইমারের ক্ষেত্রেও এই যুক্তি প্রযোজ্য। ব্রাজিলের হয়ে আর্জেন্টিনার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে অংশ নেওয়ার পর এই মরসুমে এখনও পর্যন্ত ক্লাব ফুটবলের কোনো ম্যাচ খেলেননি নেইমারেরও। এখন তিনি গ্রীষ্মকালীন ছুটিতে রয়েছেন।
মেসির মাঠে নামাতে চলেছেন-এই খবর প্রচার হতেই রেইমসের ২১ হাজার দর্শক আসনের স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে চোখের নিমেষে।
ছবি: সৌ – টুইটার