পূর্ব বর্ধমান: তৃণমূলের লাখুরিয়া অঞ্চল সভাপতি অসীম দাস খুন কাণ্ডে গ্রেফতার ১। বুধবার রাতে গুসকরার কুন্দলপুর থেকে রফিক সেখ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে সিআইডি।
মঙ্গলকোট তদন্ত করতে গিয়ে রফিক সেখ নামে এই ব্যক্তির নাম উঠে আসে। তাঁর বাড়ি মঙ্গলকোটের কোটালঘোষ গ্রামে। তবে, নিজের বাড়িতে ছিল না রফিক। গুসকরার কুন্দলপুরে ভাগ্নি জামাইয়ের বাড়িতে গা ঢাকা দিয়ে লুকিয়ে ছিল সে।
আরও পড়ুন- ইএম বাইপাস থেকে গ্রেফতার ন্যাশানাল ক্রাইম বিউরোর ভুয়ো ডিরেক্টর
বুধবার সিআইডি তাকে ধরতে গেলে বাড়ির ছাদ থেকে লাফ দেয় সে। এরপর কচুরিপানা থেকে উদ্ধার করে রফিককে গ্রেফতার করে সিআইডি। রফিকের নামে বহু অভিযোগ দায়ের রয়েছে পুলিশের খাতায়। বৃহস্পতিবার কাটোয়া মহকুমা আদালতে ১৪ দিনের হেফাজতের আবেদন জানিয়েছে সিআইডি।
আরও পড়ুন- চাকরির টোপ ফেলে প্রতারণা, পুলিশের জালে লালবাজারের ভুয়ো গোয়েন্দা কর্তা
জুলাই মাসের ১২ তারিখে মঙ্গলকোটের লাখুরিয়া অঞ্চল সভাপতি তৃণমূলের অসীম দাস খুন হয়। কাশেম নগর বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে একাই বাড়ি ফিরছিলেন তিনি। কেউ দাদা বলে ডেকে মোটরসাইকেল দাঁড় করায়। সেই দুষ্কৃতী খুব কাছ থেকে গুলি করে খুন করে অসীম দাসকে। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে মঙ্গলকোট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে অঞ্চল সভাপতি অসীম দাসকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা।
আরও পড়ুন- মধ্যপ্রদেশে ৭০ লক্ষ কালো টাকাসহ গ্রেফতার ৭ গুজরাটি
এরপর জেলা পুলিশ তদন্তে নেমে সাবু শেখ, সাহুল শেখ নামে দুজনকে গ্রেপ্তার করে। ১৪ জুলাই বর্ধমান জেলা পুলিশ সাত সদস্য নিয়ে অতিরিক্ত জেলা পুলিশ ধ্রুব দাসের নেতৃত্বে সিট গঠন করা হয়। এরপর তদন্তভার তুলে দেয়া হয় সিআইডির হাতে। তদন্তে নেমে সিআইডি বৃহস্পতিবার রাত্রে গুসকরার কুন্দলপুর থেকে রফিকুল সেখ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে আসে কাটোয়া থানায়।