বোলপুর: শতাব্দী এক্সপ্রেস বোলপুর স্টেশনে ঢুকতেই দৌঁড়ে গেলেন দিদির কেষ্ট মণ্ডল। কয়েক মিনিটের বিরতিতে রীবভূম তৃণমূল জেলা সভাপতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন৷সূত্রের দাবি, অনুব্রত মণ্ডল ভুলে যাননি মুখ্যমন্ত্রীর হাতে চপ,মুড়ি ও বাদাম ভাজা তুলে দিতে। মুখ্যমন্ত্রীও ট্রেন কামরার দরজায় দাঁড়িয়ে অনুব্রতর সঙ্গে কথা বলেন৷ পরে অনুব্রত বলেন, ‘ মুখ্যমন্ত্রী আজ উত্তরবঙ্গ যাচ্ছেন৷ দলীয় নেতৃত্ব যাচ্ছেন বলেই দেখা করলাম৷ কারণ, এটা কর্তব্যের মধ্যে পড়ে৷’ তবে, চপ-মুড়ির প্রসঙ্গে এড়িয় যান অনুব্রত৷ তিনি চপ-মুড়ির বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন৷
এই ব্যাগ গুলিই মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে৷ ভিতরে চপ, মুড়ি- বাদাম ভাজা আছে বলে সূত্রের দাবি৷ নিজস্ব চিত্র৷
সোমবার রাতে মালদহ পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উত্তর এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে পাঁচ জেলায় সফর করবেন মুখ্যমন্ত্রী। দুই বঙ্গে প্রশাসনিক বৈঠকের (Administrative Meeting) কর্মসূচি আগেই ঠিক করা ছিল। তাই দুর্যোগ উপেক্ষা করে নির্ধারিত সূচি মেনেই তিনি প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন। ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে তিনি ট্রেনে চেপে মালদহ গেলেন৷ সোমবার দুপুরে হাওড়া স্টেশন থেকে শতাব্দী এক্সপ্রেসে চেপে চারদিনের উত্তরবঙ্গ সফরে রওনা দেন তিনি৷
মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণত হেলিকপ্টারে চেপে বিভিন্ন জেলা সফর করে থাকেন৷ কিন্তু, আবহওয়ার অবস্থা খারাপ থাকায় তিনি ট্রেন সফর করতে বাধ্য হয়েছেন৷ সরকারি সূত্রে খবর, প্রশাসনিক বৈঠক করতে মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার করণদিঘি থেকে উত্তর দিনাজপুরে যাবেন৷ সেখান উত্তর দিনজাপুর জেলার প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত থাকবেন৷ এরপর বুধবার মালদহে প্রশাসনিক বৈঠকে উপস্থিত হবেন৷ যেখানে মালদহ জেলার প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত হবেন৷
আরও পড়ুন-মে মাসের মধ্যে ৬-৮ দফায় পুরভোট, হাইকোর্টে হলফনামা কমিশনের
তারপর বুধবার সন্ধেতে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জেলায় প্রশাসনিক বৈঠক সারবেন৷ তাঁর সফরসূচি অনুযায়ী, আগামী শুক্রবার নদিয়ার কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠকের কথা রয়েছে। তা সেরেই কলকাতায় ফিরবেন তিনি।