Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock
রঘুনাথপুর-দেউচায় কর্মসংস্থানের স্বপ্ন দেখানো মমতা বুঝিয়ে দিলেন সিঙ্গুর জমি অধিগ্রহণের মডেল নয়
শীর্ষেন্দু চক্রবর্তী Published By:  • | Edited By: সাহাজান পুরকাইত
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১, ০৪:৪৪:৩০ পিএম
  • / ৮৪৫ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: সাহাজান পুরকাইত

কলকাতা : প্রথম দিন থেকেই শিল্পের উপর গুরুত্ব দিয়েছেন তিনি ৷ কৃষির পাশাপাশি শিল্পকে বঙ্গবাসীর দুয়ারে পৌঁছে দিতে প্রথম থেকেই উদ্যোগী ৷ অন্য দিকে, শিল্প স্থাপনের প্রসঙ্গ উঠলেই সামনে আসে জমি অধিগ্রহণ ইস্যু ৷ বাম আমলের সিঙ্গুর-নন্দীগ্রাম অধ্যায় ৷ মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে এই দুই প্রসঙ্গেই রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ স্পষ্ট করে দিলেন, কোনও ভাবেই জোর করে জমি অধিগ্রহণ হবে না ৷ অধিগৃহীত জমির মালিকদের দেওয়া হবে পর্যাপ্ত ক্ষতিপূরণ ৷ পাশাপাশি আগামী প্রজন্মের সামনে বিপুল কর্ম সংস্থানের ফেরিওয়ালা হিসেবেও নিজেকে তুলে ধরলেন মমতা৷

সিঙ্গুরে জমিগ্রহণ ৷ বাম আমলের এক কলঙ্কিত অধ্যায় ৷ সে দিন জোর করে জমি-দখলের বিরোধিতা করেছিলেন মমতা ৷ দাবি করেছিলেন পর্যান্ত ক্ষতিপূরণের ৷ আজ বিধানসভায় মমতা স্পষ্ট করলেন, সিঙ্গুর কোনও ভাবে তাঁর সরকারের মডেল নয় ৷ এই সরকার জমি নেবে ৷ দেবে প্রয়োজনীয় ক্ষতিপূরণ ৷ সৃষ্টি করবে কর্ম সংস্থান ৷ জানান, মহম্মদবাজারে দেউচা-পাঁচামি কয়লা খনির বিষয়ে সরকারের সদিচ্ছার কথাও ৷ রঘুনাথপুর-পুরুলিয়া শিল্প নগরী চালুর কথাও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী ৷

সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফাইল চিত্র৷

দেউচা-পাঁচামি হল বীরভূমের মহম্মদবাজার হরিণ সিং কোল ব্লক । ৩৪০০ একর জমি নিয়ে ১১৭৮ মিলিয়ন হেক্টর কয়লা ।  ১১৪৮ মিলিয়ন হেক্টর ব্যাসল্ট জমা রয়েছে ।  এই যে ৩৪০০ একরের মধ্যে এক হাজার একর সরকারি জমি । এ প্রসঙ্গেই আজ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা আগে সরকারি জমিতে কাজ শুরু করব । তারপর ধাপে ধাপে অন্যান্য জায়গায় জমি নেওয়া হবে ।’’ তিনি আরও স্পষ্ট করেন, ‘‘যে জমিতে কেউ নেই (সরকারি জমি), সেখানেই কাজ শুরু হবে । এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খনি হতে চলেছে । সেটা হলে কয়লা জোগান বাড়বে, বিদ্যুৎ সস্তা হবে ।’’

আক্রান্ত পরিবারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফাইল চিত্র৷

আরও পড়ুন-প্রধানমন্ত্রীর তহবিল থেকে ত্রুটিপূর্ণ ভেন্টিলেটর সরবরাহ

মহম্মদবাজারের ব্লকের ৫টি গ্রাম পঞ্চায়েতের যে ১১টি মৌজার মাটির নীচে সঞ্চিত প্রায় ২১০ কোটি টন কয়লা একক ভাবে তোলার অধিকার পেয়েছে এ রাজ্য । খনি গড়ার দায়িত্বে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম (পিডিসিএল) । অনেক আগেই খনি গড়ার প্রাথমিক কাজে হাত পড়েছে । প্রস্তাবিত প্রায় সাড়ে তিন হাজার একর জমিতে বসবাসকারী পরিবারগুলি নিয়ে ‘সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট’ বা সামাজিক প্রভাব সমীক্ষা জমা পড়েছে । তবে এ দিন মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে প্রকল্পের গুরুত্ব আরও বাড়ল । প্রস্তাবিত খনি এলাকায় ব্যক্তিগত মালিকাধীন জমি ছাড়াও খাস ও অন্যান্য সহভাগী দফতরের হাতে হাতে থাকা জমির পরিমাণ ৬০০ একরের ও বেশি । কিন্তু, সেই জমি এক লপ্তে নেই । তাই কোথায় কী ভাবে কাজ শুরু হবে, সেটাও এ-প্রসঙ্গে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ৷

সরকারের পক্ষে বারবার বলা হয়েছে, প্রকল্প বাস্তবায়িত হলে ১০০ বছর বিদ্যুৎ উৎপাদনের জন্য এ রাজ্যেকে কারও মুখাপেক্ষী থাকতে হবে না ।  হবে প্রচুর কর্মসংস্থানও । কিন্তু, শিল্পের জন্য যাঁদের ভিটেমাটি হারাতে হবে, তাঁদের মনে দোলাচল তৈরি হয়ে রয়েছে । রাজ্য সরকার কী শর্তে জমি নেবে, পুনর্বাসন কোথায় হবে, এমন নানা প্রশ্ন ও আশঙ্কা কাজ করেছে স্থানীয়দের মধ্যে । সেখানে প্রথমে সরকারের জমিতে কাজ শুরুর কথা এবং ভবিষ্যতে জমি নিলেও স্থানীয় বাসিন্দাদের স্বার্থ অক্ষুণ্ণ রাখার বার্তায় নিঃসন্দেহে স্বস্তি দিল এলাকাবাসীদের ।

আরও পড়ুন-অমিত মিত্রকে উপদেষ্টা রেখে অর্থ দফতর মমতার হাতে

অন্য দিকে, রাজ্যে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই রঘুনাথপুরে ‘শিল্পনগরী’ তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একাধিক পুরুলিয়ায় সফরে মুখ্যমন্ত্রীর বক্তব্যে শোনা গিয়েছে, রঘুনাথপুরের শিল্পায়ন ও শিল্পনগরী তৈরির কথা । বিধানসভা নির্বাচনের আগে ভোট-অন অ্যাকাউন্টে রঘুনাথপুরের শিল্পনগরীর নাম ঘোষণা করে অর্থ বরাদ্দ করার প্রস্তাব দিয়েছিলেন মমতা ৷ আজ বিধানসভা থেকে সেই রঘুনাথপুরে শিল্প প্রসঙ্গও তুলে আনলেন তিনি ।  বোঝালেন, কী ভাবে আগামীতে দেশের শিল্প মানচিত্রে ঠাঁই পেতে চলেছে এই এলাকা ৷

রঘুনাথপুরে রাজ্য শিল্প উন্নয়ন নিগমের হাতে থাকা ২,৪৮৩ একর জমির উপরে ‘জঙ্গল সুন্দরী কর্মনগরী’ তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্যের । এই প্রকল্প গড়ে ওঠার ফলে প্রচুর কর্মসংস্থান হবে ।  ডানকুনি থেকে বর্ধমান-দুর্গাপুর হয়ে আসানসোল এবং বড়জোড়া-বাঁকুড়া-রঘুনাথপুর পর্যন্ত যে বিশেষ শিল্প করিডর তৈরি হচ্ছে, তাতে রাজ্যের প্রথম শিল্পনগরী হতে যাচ্ছে রঘুনাথপুরে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬১৭ ১৮ ১৯
২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

ঘরছাড়াদের নিয়ে সুকান্তর হঠাৎ ভবানী ভবন অভিযানে যানজটে নাকাল হল অফিসযাত্রীরা
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
অবশেষে ভবানী ভবনে ঢুকলেন সুকান্তরা, ডিজির সঙ্গে সাক্ষাৎ মুর্শিদাবাদের ঘরছাড়াদের
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
সাফল্য ভারতীয় সেনার, সিয়াচেনে ইউনিফর্ম লঞ্চিং প্যাড ইনস্টলের কাজ শুরু ভারতের
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
আগামী সপ্তাহে ভারতে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
কর্মসংস্থানের দিশা দেখাবে দিঘার জগন্নাথ মন্দির, দাবি মমতার
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
জগন্নাথধাম নিয়ে প্রশাসনিক বৈঠক মমতার
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
সরকারি হাসপাতালে ‘ব্ল্যাক লিস্টেড’ ইঞ্জেকশন! অসুস্থ ৫ প্রসূতি
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
হঠাৎ বাতিল প্রধানমন্ত্রীর জম্মু-কাশ্মীর সফর, বন্দে-ভারত উদ্বোধন বিশ বাঁও জলে
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
ভবানী ভবনে তুলকালাম কাণ্ড, সুকান্ত পৌঁছতে এ কি অবস্থা?
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
দুবাইয়ে ৩ ভারতীয়র উপর হামলা পাকিস্তানি আততায়ীর, মৃত ২
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
যন্তর মন্তরে চাকরিহারারা, ‘ইতিবাচক ফল’ না মিললে আমরণ অনশন, কর্মসূচি ঘোষণা
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
অতীত লিখতে পারেন না, কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
কোভিডের সময় থেকে শিক্ষা নিয়ে অতিমারি মোকাবিলায় বিরাট পদক্ষেপ নিল ‘হু’
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
যাত্রী সুবিধার্থের কথা ভেবে এবার রেলের কামরায় চালু এটিএম
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
হার্ভার্ড-কে ‘উগ্র বামপন্থীদের আশ্রয়স্থল’ বলে নিশানা ট্রাম্পের
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team