মালদহ: ইস্তফা দিলেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল। কলকাতা হাই কোর্ট তাঁর আবেদন খারিজ করার পরেই ইস্তফা দেন তিনি। ডিভিশনাল কমিশনারের কাছেনিজের ইস্তফা পত্র পাঠান। গৌরবাবু বলেন, “দলের ঊর্ধ্বতন নেতারা নির্দেশে ইস্তফা দিলাম।” তাঁর ইস্তফায় তৃণমূলের দখলেই থাকছে জেলা পরিষদের বোর্ড।
দীর্ঘদিন ধরেই তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল। তিনি একুশের নির্বাচনের মানিকচক থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরপর ৮ জুলাই তৃণমূলের তরফে তাঁর বিরুদ্ধে ২৩ জন সদস্য অনাস্থা ডাকে। অনাস্থায় ত্রুটির অভিযোগ এনে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন গৌরচন্দ্র মণ্ডল। মঙ্গলবার সেই মামলার শুনানিতে গৌরবাবুর আবেদন খারিজ করে দেয় আদালত। একই সঙ্গে আগামী ৮ জুলাই আস্থা বৈঠক হবে। এই রায় ঘোষণার মাত্র এক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেন গৌরচন্দ্র মণ্ডল। তৃণমূল সূত্রের দাবি, মালদহ জেলা পরিষদের ৩৭ আসনের মধ্যেই ২৩ টি আসন তৃণমূলের দখলে। অর্থাৎ তৃণমূলের দখলেই বোর্ড থাকবে।