দক্ষিণ ২৪ পরগনা: বুধবার কামালগাজির জয় হিন্দ অডিটোরিয়ামে গৃহপরিচারিকাদের জন্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হল। এই প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের আধুনিক প্রযুক্তি ব্যবহার শেখানো হবে। যাতে তাঁরা সহজেই সমস্ত কাজ করতে পারেন।
আজকাল প্রত্যেকের জীবন প্রযুক্তি নির্ভর। অন্যদিকে কর্মরতা মহিলারা অধিকাংশ সময় বাড়ির কাজের ক্ষেত্রে গৃহপরিচারিকাদের উপর নির্ভর থাকেন। সেক্ষেত্রে প্রযুক্তিগত জ্ঞান না থাকলে পরিচারিকারা কাজ করতে অনেক বেশি সমস্যার সম্মুখীন হন। তাই তাঁদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে এবং তাঁদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিতে শ্রম দফতরের তরফ থেকে এই শিবিরের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন- সেনায় চাকরি দেওয়ার নামে প্রতারণা, আর্মি স্টিকার সাঁটানো গাড়িসহ আটক দুই
কলকাতা ও আশেপাশে বিভিন্ন শহরের এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে। তারপর উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি জেলার বিভিন্ন শহরে পর্যায় ক্রমে এই প্রশিক্ষণ দেওয়া হবে। এদিন তারই উদ্বোধন হল জয় হিন্দ অডিটোরিয়ামে। উপস্থিত ছিলেন লক্ষ্মী মণ্ডল, আরতি পাল, মর্জিনা খাতুন সহ বহু পরিচারিকারা। যারা জানিয়েছেন, এতদিন তাঁরা ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন চালাতে পারতে না। এই প্রশিক্ষণের ফলে তাঁদের সুবিধা হয়েছে। এরপর তাঁদের আর সমস্যায় পড়তে হবে না।
আরও পড়ুন- সমস্যা সমাধানের প্রতিশ্রুতি, আরজিকরে উঠল পড়ুয়াদের বিক্ষোভ
এই কর্মসূচি উদ্বোধক ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি ও শ্রম দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না। এই ছাড়াও ছিলেন বিভিন্ন শ্রম দপ্তরের আধিকারিকরা। রাজ্য সরকারের উদ্যোগে এই কর্মসূচী নেওয়া হয়েছে।