কলকাতা: শহর কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মোট ২১০ জনকে গ্রেফতার করল পুলিশ৷ একই সঙ্গে ২০৮ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ৷ ধৃতদের বিরুদ্ধে আইন অমান্য করার অভিযোগ রয়েছে৷ সে অনুযায়ী, ধৃতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে খবর৷
আদালতের নির্দেশ সত্ত্বেও শুক্রবারেও শহরের বিভিন্ন প্রান্তে দেদার শব্দবাজি ফেটেছে। কলকাতার কসবা, গড়ফা, যাদবপুর, উত্তর শহরতলির বাঙুর অ্যাভিনিউ, সল্টলেক, লেক টাউন, বাগুইআটি, বরাহনগর, খড়দহ, নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, দমদমে বৃহস্পতি-শুক্রবার রাতে শব্দবাজির দাপট ছিল লাগামছাড়া। শিক্ষিত সমাজের একাংশ যে-ভাবে আইনকে ফাঁকি দিয়ে বাজি ফাটিয়েছে, তা নিয়েও সমালোচনা চলছে নানা মহলে। পুলিশের দাবি, কালীপুজোয় রাত ৮টা পর্যন্ত ৮৮ জনকে গ্রেফতার করা হয়। ওই রাতে সব ধরনের অপরাধ মিলিয়ে ৭২০ জনকে গারদে পোরা হয়। কিন্তু, শনিবার পুলিশ জানায়, বাজি পোড়ানোর জন্য ২১০ জনকে গ্রেফতার করা হয়েছে৷
আরও পড়ুন-LAC : অরুণাচল প্রদেশে গ্রাম তৈরি করেছে চিন: পেন্টাগন
আদালত জানিয়েছিল, কালীপুজোয় রাত ৮টা থেকে রাত ১০টা অবধি পরিবেশবান্ধব বাজি পোড়ানো যাবে। একইসঙ্গে নিষিদ্ধ বাজির ব্যবহার রুখতে রাজ্যকে উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দেয়৷ সে অনুযায়ী কলকাতা পুলিশ নির্দেশিকা জারি করে। কিন্তু, তারপরও একাংশের মানুষ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার বাজি ফাটায়৷