Placeholder canvas
কলকাতা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ |
K:T:V Clock
KKR vs RCB: নয়া নজিরের সামনে কোহলি,কলকাতার সঙ্গে টক্কর আজ
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: দীপঙ্কর গুহ
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২, ০৪:৪৯:৩৬ পিএম
  • / ১৭৯ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: দীপঙ্কর গুহ

আবার কেকেআর। কেকেআর হ্যায় তৈয়ার। তাদের দ্বিতীয় ম্যাচ। দ্বিতীয় ম্যাচ আরসিবি’রও। কিন্তু ফারাক একটাই। কেকেআর প্রথম ম্যাচ জিতে শুরু করেছে চেন্নাইকে হারিয়ে। আর আরসিবি ২০০ রান করেও পঞ্জাবের কাছে হেরেছে প্রথম ম্যাচেই।

আসুন, শুরুতে একবার দেখে এই ম্যাচের বিশেষ আকর্ষণ বলতে কি কি আছে।

দীনেশ কার্তিক। বেশ কয়েক বছর কেকেআরের দলের সঙ্গে ছিলেন। নেতৃত্ব দিয়েছেন। আর তিনি বিপক্ষ দলে – আরসিবিতে। বেঙ্গালুরু দল অনেক কিছু ইনপুট দিয়ে যাবেন নাইট শিবির সম্পর্কে।

অজিঙ্কা রাহানে। অনেক সমালোচনা হজম করে আগের ম্যাচে রান করেছেন। আশা করা যায় ছন্দে ফিরেছেন। দিল্লির হয়ে গতবার কিছু ম্যাচ খেলতে পেরেছিলেন। তারপর তিনি টেস্ট দল থেকে বাদ পড়েন। এই মরশুমের আগে প্রচুর চাপ ছিল রাহানের উপর। চেন্নাই ম্যাচে তিনি ৩৪ বলে ৪৪ রান করে হারানো আত্মবিশ্বাসের ফিরে পেয়েছেন।

আরবিসি-র এবার নুতন নেতা। ফাফ দু প্লেসিস এখন এই দায়িত্বে বিরাট কোহলি সরে যাওয়ায়। আগের দুটো টুর্নামেন্টে ১০০০ রানের বেশি করেছেন ডু প্লেসিস। তাঁর আগে এমন কৃতিত্ব আছে আরও দুই ক্রিকেটার। তিনি হলেন তৃতীয় ব্যাটার।

আরও একটা বিষয় নজরে এসেছে, অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর – বিরাট কোহলির স্ট্রাইক রেট বাড়তে শুরু করেছে। পঞ্জাবের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলে তা পৌঁছে গেছে ১৪০+ এ। কিন্তু ২০২১ সালে তা ছিল – ১১৯। কোহলির আইপিএল টুর্নামেন্টের সেরা স্ট্রাইক রেট ছিল ২০১৬ সালে। ১৬ টি ম্যাচে ৯৭৩ রান করায়, ছিল ১৫২ স্ট্রাইক রেট। এবার প্রথম ম্যাচে ২৯ বলে অপরাজিত ৪১ রান করেছিলেন। আজ দ্বিতীয় ম্যাচে নামছে।

বিরাট অন্য একটা নজির গড়ার সামনে। এতদিনে আইপিএলে ৫৪৭ টি বাউন্ডারি মেরেছেন। আজ কেকেআরের বিপক্ষে ৩ টি বাউন্ডারি মারলেই, ৫৫০ টির মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন। এই দৌড়ে পয়লা নম্বরে শিখর ধাওয়ান। তাঁর বাউন্ডারি মারার সংখ্যা-৬৫৯ টি। ডেভিড ওয়ার্নার (৫২৫), সুরেশ রায়না (৫০৬), রোহিত শর্মা (৪৯৫) আছেন পরপর।

আর কয়েক ঘণ্টা বাকি ম্যাচের।
আরসিবির জার্সিতে নেতৃত্বের দায়িত্ব সামলাতে নেমেই নিজের ফর্ম ধরে রেখেছেন অধিনায়ক ফাফ ডুপ্লেসিস। ৫৭ বলে ৮৮ করে আগের ম্যাচে ব্র্যাবোর্নে ঝড় তুলে দিয়েছিলেন।

নেতৃত্বে থেকে সরে দাঁড়ানোর পরে কোহলি পাঞ্জাব ম্যাচেই প্রথম নেমেছিলেন আরসিবি জার্সিতে। আগের ম্যাচে বড় স্কোর গড়তে না পারলেও নজর কেড়েছে তাঁর ব্যাটিং। উইকেটকিপার দীনেশ কার্তিক ছোট খাটো ক্যামিও ব্যাটিং করেও নজর কেড়েছেন। আজ বড় স্কোর তাড়া করার ক্ষেত্রে দীনেশ কার্তিকের অবদান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আরসিবির ব্যাটিং যদি আজও ধুমাধার হয়, তাহলে কেকেআর বোলারদের কড়া টক্করে পড়তে হবে।

তবে কেকেআরের বিরুদ্ধে আরসিবির লক্ষ্য থাকবে কেকেআরের ব্যাটসম্যানদের বিপক্ষে আরও আঁটোসাঁটো বোলিং করা। পাঞ্জাব ব্যাটাররা সিরাজদের বলে চার – ছক্কা এন্তার মেরেছিলেন। সিরাজ একাই ৪ ওভারের পুরো কোটায় ৫৯ রান দিয়ে বসেন। তবে আরসিবির বোলিং ব্রিগেডে মালমশলার কমতি নেই। গতবারের আইপিএলে বেগুনি টুপির মালিক হর্ষল প্যাটেল যেমন এই দলে রয়েছেন, তেমন স্পিনার অলরাউন্ডার হিসেবে আছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

কেকেআর অবশ্য টুর্নামেন্টে প্রথম ম্যাচটি গতবারের চ্যাম্পিয়ন দলকে হারিয়ে দৌড় শুরু করেছে। তাই আজ খোলা মনেই আরসিবির বিপক্ষে লড়াই করতে নামছে।

কেকেআর বোলিং বিভাগে উমেশ যাদব দারুণ পারফর্ম করেছিলেন। তবে শিভম মাভি, বরুণ চক্রবর্তী, সুনীল নারিনদের আরও প্রভাবসম্পন্ন পারফরম্যান্স মেলে ধরতে হবে। তবে দুই দলের মধ্যে ফারাক গড়ে দিতে পারেন একা আন্দ্রে রাসেল। সঙ্গে যদি সাউদি প্রথম একাদশে চলে আসেন, দলের বোলিং আরও শক্তিশালী হয়ে উঠবে।

কেকেআরের উইনিং কম্বিনেশন চেঞ্জ খুব বেশি করতে চাইবে না। তবে ইতিমধ্যেই কোয়ারেন্টিনের মেয়াদ শেষ করে কেকেআর অনুশীলনে যোগ দিয়েছেন কিউয়ি তারকা বোলার টিম সাউদি। আজ শিভম মাভিকে বসিয়ে সাউদিকে নামিয়ে দিতে পারে নাইট রাইডার্স।

কেকেআর ম্যাচে শিশির ফ্যাক্টর হয়ে উঠতে পারে। তাই টস গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, এমনটাই ধারণা মুম্বই ক্রিকেট মহলের।

ছবি: সৌ-টুইটার।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

বাস্তবের যশোদা মা! বুকের দুধ দান করে অসুস্থদের প্রাণরক্ষা আরেক মায়ের
সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
বিয়ে করতে ৬০০ কিলোমিটার গাড়ি চালিয়ে এসে প্রেমিকের হাতে খুন
সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
লাল শাড়িতে ট্রেন্ডিং লুকের ছবি কীভাবে বানাবেন? জেনে নিন পদ্ধতি
সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
চীনের সঙ্গে আমেরিকার টিকটক চুক্তি সম্পন্ন? যা বললেন ট্রাম্প
সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
খই-আতপেই সন্তুষ্ট কর্মকার পরিবারের দেবী দুর্গা
সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
দেবী দুর্গার ‘ইকো-ফ্রেন্ডলি’ সাজসজ্জা! কালনা থেকে পাড়ি বিদেশেও
সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
যাদবপুরে ছাত্রীর রহস্যমৃত্যুতে খুনের মামলা দায়ের
সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
পুজোর মেনুতে রাখতে পারেন ঠাকুরবাড়ির পোস্তর দম! কীভাবে বানাবেন?
সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
২৮১ বছরের পুজোর বিশেষত্ব, বাড়ির আনাচে কানাচে রয়েছে ইতিহাস
সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
থানার বন্ধ সিসি ক্যামেরা রোগ সারাতে সম্ভাব্য সুপ্রিম দাওয়াই
সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
নারকেল নয়! পুজোয় এই উপকরণেই রেঁধে ফেলুন আমিষ পুলি
সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
১০৫০ টি অঙ্গনারী কেন্দ্রে রান্নার গ্যাসের সংযোগ স্থাপন, উদ্যোগে নদিয়া জেলা পরিষদ
সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
সরকারি হাসপাতালের ভিতরে ফের ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত কর্মী
সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
অনুদান নিলে কলকাতার পুজো মণ্ডপে রাখতে হবে মোদির ছবি !
সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
পুজোর আগে দুঃস্থদের জন্য বিশেষ উদ্যোগ রানাঘাট লায়ন্স ক্লাব ওয়েস্টের
সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team