Placeholder canvas
কলকাতা রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ |
K:T:V Clock
JWC: আজ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ভারত – বেলজিয়াম
দীপঙ্কর গুহ Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১, ০৭:৩২:১৯ এম
  • / ৪১৭ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

২০১৬ সালের যুব বিশ্বকাপ হকি ফাইনাল। মুখোমুখি ভারত আর বেলজিয়াম। আয়োজক ছিল ভারতই। খেলাটা হয়েছিল লখনউতে। ভারত সেই ফাইনাল ২-১ গোলে জিতে দ্বিতীয় বার যুব বিশ্বকাপ জিতেছিল। এবার সেই যুব বিশ্বকাপে আবার সেই দুই দেশ আমনে-সামনে। তবে এবার শেষ আটে পৌঁছনোর লড়াই।

আরও পড়ুন: ঋদ্ধিমান সাহার প্রশংসায় সৌরভ

ইউরোপের প্রবল শক্তিধর দল বেলজিয়াম। ভারতীয় দলের চিফ কোচ গ্রাহাম রেইডের পরিকল্পনা অন্যরকম। বলেছেন, মালয়েশিয়ার লড়াইটাকে মনে রেখে তাঁর দল মাঠে নামবে। সেই পথেই জয় ছিনিয়ে আনবে।

এই বিদেশী কোচের হাত ধরেই সিনিয়র দল টোকিয়ো অলিম্পিক্সে পুরুষদের বিভাগে ব্রোঞ্জ পদক জিতে নিয়ে এসেছিল। এবার যুব দলের পালা। সেই কোচ বলেছেন, তাঁর দল স্বাভাবিক খেলাই খেলবে। যেভাবে দল খেলে চলেছে।

বেলজিয়াম হকি সম্পর্কে বলতে গিয়ে রেইড বলেছেন, ‘ওই দেশের সিস্টেম এমনভাবে তৈরি যে সিনিয়র দলের থেকে সবকিছু পরের জেনারেশন বহন করে চলছে। আর সিনিয়র টিম এখন বিশ্বের পয়লা নম্বর দল’।

এই ম্যাচ সম্পর্কে বলতে গিয়ে শোনালেন,’বেলজিয়াম দলের কিছু দুর্বলতা আছে। মালয়েশিয়া এবার তারই ফায়দা তুলেছে। মোদ্দা কথা,এই ম্যাচে যে দল স্বাভাবিক ছন্দে খেলতে পারবে, সেই দল শেষ হাসি হাসবে’। কি করেছিল মালয়েশিয়া? পুলের ম্যাচে, মালয়েশিয়া দারুণ এক ডিফেন্সিভ গেম প্ল্যান সাজায়। বেলজিয়াম তাতেই আটকে গিয়ে ম্যাচ ড্র (১-১) করেছিল।

নিজের দলের ছেলেদের রেইড সতর্ক করেছেন, আত্মতুষ্টিতে না ভোগার জন্য। আর তা রুখতে পারলেই নাকি ভারত তৃতীয়বার এই টুর্নামেন্ট জিতে নিতে পারবে। টানা দু’বার জেতার সম্মানও পেয়ে যাবে।

বিশ্ব হকি ফেডারেশনের(FIH)বিচারে রেইড বিশ্ব সেরা পুরুষ কোচের সম্মান পেয়েছেন। আরও অনেক ক্ষেত্রে ভারতীয়রা একের পর এক সম্মান জিতে নিয়েছিল। তখন,এই বেলজিয়াম প্রতিবাদ জানিয়েছিল, ভারতের এত সেরার সম্মান জিতে নেওয়ায়।

কোথাও কি এই ম্যাচ এবার সেইসব জবাব দেওয়ার ম্যাচ? রেইড এসব নিয়ে মাথা ঘামাতে নারাজ। বরঞ্চ বলছেন,’এই দলকে হালকা ভাবে নেওয়া যাবে না। আমরা ফাইনালে এদের বিপক্ষেও খেলেছি। ইতিহাস বলছে, বেলজিয়াম শেষ ১০ বছর ভালো খেলে চলেছে। আমার বিশ্বাস,আমাদের ছেলেরা এই ম্যাচে নিজেদের উজাড় করে দেবে। সবচেয়ে কঠিন লড়াই হতে যাচ্ছে , এই কোয়ার্টার ফাইনাল’।

চোটের শিকার:

ভারতীয় শিবিরে সবচেয়ে বড় ঝটকা লেগেছে আগের ম্যাচে স্ট্রাইকার মনিন্দর সিংয়ের হ্যামস্ট্রিংয়ের চোট। টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছে সে। তার পরিবর্তে দলে আনা হয়েছে ববি সিংকে। মনিন্দর এবারের টুর্নামেন্টে দলের গোল করার ক্ষেত্রে বড় ভূমিকা নিচ্ছিলেন।

কোচ নিজেও তা মেনে নিতে বাধ্য হয়েছেন। তাই বলেছেন, ‘দুর্ভাগ্যজনক। আমাদের এই সিধ্যান্ত নিতে হয়েছে। মনিন্দরের বদলে ববি এসেছে দলে। এটা সব সময় কষ্টের, যখন কারোর স্বপ্ন এভাবে ভেঙ্গে চুরমার হয়ে যায়। আবার এটাই খেলার অঙ্গ’।

এক প্রশ্নের উত্তরে ভারতের চিফ কোচকে বলতে শোনা গেছে, সিনিয়র দলের কোচিং সামলানোর পর জুনিয়র দল নিয়ে কাজ করাটা বেশ শক্ত চ্যালেঞ্জ। ‘জুনিয়রদের মধ্যে ধৈর্য্য কিছুটা কম থাকে। জোশ বেশি থাকে। ধৈর্য্য নিয়ে,বল দখলে রেখে খেলে যাওয়া, নিয়মানবর্তিতাকে হাতিয়ার করে খেলাটা ওদের ভিতর ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে’।

বেলজিয়াম খেলার সময় এই ধৈর্য্যটাকেই হাতিয়ার করে। এটা ওদের মধ্যে গড়ে উঠেছে শুরু থেকেই। তবে ভারতের ভরসা দলের তিন স্তম্ভ, সহ অধিনায়ক সঞ্জয় কুমার-অরাইজিৎ সিং হুন্দাল-শর্দানন্দ তিওয়ারি সেরা ছন্দে খেলছেন। বিশেষ করে ‘ড্রাগ ফ্লিকার’ হয়ে সফল ওরা। এটাই বড় সাফল্য। পেনাল্টি কর্নার থেকে গোল করার সুযোগ কাজে লাগছে।

আজ-তাই সন্ধ্যায়, ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে টুর্নামেন্টের সেরা লড়াই বলা চলে। স্নায়ুর চাপ ধরে রেখে বাজিমাত করাটাই লক্ষ্যে ভারতীয় শিবির।

ছবি: সৌ টুইটার।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

আপনি ভুলে গেলেও মনে করিয়ে দেবে Whatsapp, চালু হল নয়া ফিচার
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
আধুনিকতার আবহেও মহালয়ার আবেগে পড়েনি ভাটা, সেই ছবিই ধরা পড়ল মসলন্দপুরে
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ঝাড়খণ্ডে গ্রেফতার চার অভিযুক্ত!
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
আগামীকাল থেকে নয়া জিএসটি কার্যকর, প্রায় ৪০০ সামগ্রীর দাম কমবে
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
ইজরায়েলের বিরুদ্ধে ‘মাইন্ড গেম’ শুরু করল হামাস!
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
দুর্গাপুজোর অনুদান দিয়ে পুজোর পাশাপাশি সমাজসেবার কাজ! ৬ ও ১৮ পল্লী দুর্গোৎসব পুজো কমিটির
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
ধর্ষকের শাস্তির দাবিতে অস্ত্র হাতে বিক্ষোভে পাঁশকুড়ার মহিলারা
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
গোবরডাঙ্গায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি সামগ্রী নিয়ে প্রদর্শনী
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
উৎসবের মরসুমে শিলিগুড়ি-সিকিম রুটে নতুন সরকারি বাস
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
একটি অদ্ভুত গ্রেফতারের গল্প! রানাঘাট পুলিশ কীভাবে ধরল অভিযুক্তকে?
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
২৮ পয়সায় খেলোয়াড় তৈরির স্বপ্ন! চরম বাজেট সংকট বিদ্যালয়ে
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
পুজোর মুখে বোনাসের দাবিতে ডুয়ার্সের চা বাগানে শ্রমিক আন্দোলন
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
জুবিনের ম্যানেজারের বিরুদ্ধে FIR তুলে নেওয়ার আর্জি সঙ্গীতশিল্পীর স্ত্রী গরিমার
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
মণিপুরে অসম রাইফেলসের গাড়িতে হামলা! গ্রেফতার ২
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
সৌরভ বা হরভজন নয়, BCCI প্রেসিডেন্টের দৌড়ে এবার নতুন মুখ!
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team