সোনা জয়ের স্বপ্নভঙ্গ। জুনিয়র বিশ্বকাপ হকিতে সেমি ফাইনালে হেরে গেল ভারত। জার্মানির কাছে হার মেনে নিল ২-৪ গোলে। এবার রইল টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক জয়ের লড়াই। প্রতিপক্ষ ফ্রান্স। আর ফাইনালে খেলতে নামবে জার্মানি আর আর্জেন্টিনা।
আরও পড়ুন:আজহারের ইডেনে ব্যাট হাতে সৌরভের ছক্কা
শেষবার ভারতেই বসেছিল যুব বিশ্বকাপ হকি (#JWC)। ২০১৬ সালের সেই টুর্নামেন্টে সেরার শিরোপা পেয়েছিল ভারত। আবার এবার দেশের মাটিতে এই আসর। কিন্তু গতবারের চ্যাম্পিয়ন ভারতকে শেষ চারের লড়াইয়ে থেমে যেতে হল।
আগের ম্যাচে স্নায়ুর চাপ ধরে রেখে বেলজিয়ামকে হারলেও, জার্মানির প্রবল চাপ ধরে রাখতে পারেননি সঞ্জয়রা। ছ’বারের চ্যাম্পিয়ন জার্মানি। ম্যাচে শুরু থেকেই লাগাম নিজেদের হাতে রেখেছিল তারা। ফলে ভারতের পক্ষে ম্যাচের শুরু থেকেই কাজটা কঠিন হয়ে যায়। ২০১৬ সালে লখনউতে জুনিয়র হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবছরই টোকিয়ো অলিম্পিক্সে এই জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল সিনিয়র ভারতীয় দল। তবে দাদারা পারলেও শুক্রবার ভাইরা সেটা করে দেখাতে পারলো না।
জার্মানি দলের পরিকল্পনাই ছিল ভারতের সব আক্রমণ সার্কেলের আগে আটকে দিতে হবে। তাতে তারা সফল। আর আক্রমণে লোক বাড়িয়ে প্রবল গতিতে বিপক্ষের উপর চাপ সৃষ্টি করা। তাতেও সফল হয় তারা। দ্বিতীয় কোয়ার্টারে প্রথম ৪ মিনিটে ৩ গোল করে, ম্যাচ নিজেদের দিকে টেনে নেয়।
ফাইনালে ওঠা জার্মানি দলের ম্যাচের শেষে উল্লাস।
জার্মানির হয়ে ১৫ মিনিটে এরিক ক্লেইনলিয়েন, ২১ মিনিটে অ্যারন ফ্ল্যাটেন, ২৪ মিনিটে অধিনায়ক হ্যান্স মুলার এবং ২৫ মিনিটে ক্রিস্টোফার কুট্টার গোল করেন।
ভারতের পক্ষে ২৫ মিনিটে সুদীপ চিরমাকো এবং ৬০ মিনিটে ববি সিং ধামি গোল করলেও শেষ রক্ষা হয়নি। ভারত তৃতীয় কোয়ার্টারে কিছুটা লড়াই করে। গোলশূন্য ছিল সেই ১৫ মিনিট। কিন্তু ততক্ষনে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে।
ফাইনালে আর্জেন্টিনা:
ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। রবিবার ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে ফাইনাল। ১৬ বছর পর যুব বিশ্বকাপ হকি ফাইনালে পৌঁছল মেসির দেশটি। এই ম্যাচে কিছুক্ষণের জন্য তিক্ত কিছু ঘটনা ঘটে গেলো এক্কেবারে শেষে। ফাইনালে ওঠা আর্জেন্টিনার প্লেয়ারদের সঙ্গে বচসা হয় ফ্রান্সের প্লেয়ারদের।
An eventful day of Hockey in Bhubaneswar ?
Here are the results from the 5th -8th place and Semi-Final matches of the FIH Odisha Hockey Men's Junior World Cup Bhubaneswar 2021 ?#IndiaKaGame #JWC2021 #RisingStars pic.twitter.com/oBsCMmWtf3
— Hockey India (@TheHockeyIndia) December 3, 2021
সংক্ষিপ্ত স্কোর:
সেমিফাইনাল-এক
আর্জেন্টিনা : ফ্রান্স ৩-১ (০-০);
সেমিফাইনাল- দুই
জার্মানি: ভারত ২-৪
৫-৮ স্থানের লড়াই:
বেলজিয়াম : স্পেন ৪-৩ (২-২); নেদারল্যান্ডস: মালয়েশিয়া ৯-৩
Congratulations to @ArgFieldHockey and Germany for making it to the Final of FIH Odisha Hockey Men’s Junior World Cup Bhubaneswar 2021?
It's going to be an interesting Sunday for the Hockey fans ?#IndiaKaGame #JWC2021 #RisingStars pic.twitter.com/Zfz4I0B5OV
— Hockey India (@TheHockeyIndia) December 3, 2021
ফাইনাল ( রবিবার)
আর্জেন্টিনা বনাম জার্মানি
ছবি: সৌ টুইটার।