বর্ধমান: পূর্ব বর্ধমানের মুর্শিদাবাদ সংলগ্ন মৌগ্রাম। প্রায় ৯৯ বছর আগে শুরু হয়েছিল ঘোষ পরিবারে জগদ্ধাত্রী পুজো। মৌ গ্রামের একটি বড় অংশে ঘোষ পরিবারের বাস। পূর্বপুরুষদের ঐতিহ্য মেনে নবমীর দিন হয় জগদ্ধাত্রী পুজো। কর্মসূত্রে পরিবারের সদস্যরা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকলেও এই পুজোর সময় গ্রামের বাড়িতে সকলে মিলিত হন। গ্রামের অনেকেই এই বিষয়টি মাথায় রেখে এই সময় বাড়ি ফেরেন।করোনার কারণে বহু সদস্যই গত বছরে পুজোয় উপস্থিত হতে পারেনি। তবে এবারে এই পূজাকে কেন্দ্র করে সকলে উপস্থিত হয়েছেন ঘোষ বাড়িতে।
ঢাকঢোল বাজিয়ে চলছে পুজোপাঠ৷ নিজ্স্ব চিত্র৷