আবার ওয়াংখেড়েতে কিং খানের দল। এবার প্রতিপক্ষ চেন্নাই। ১৫ তম আইপিএল শুরু শনিবার এই ম্যাচ দিয়ে।
গতবার আরব দুনিয়ায় ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। ইয়ন মর্গ্যানের কেকেআরকে ২৭ রানে হারিয়ে ট্রফি জিতে নিয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই।এবার আবার আইপিএল ফিরেছে দেশে।গ্যালারিতে ২৫ শতাংশ দর্শকও ফিরছে।
তবে দুই দলেরই নেতৃত্বে চেহারা বদলে গেছে। কেকেআর যেমন গত মরশুমের পরেই ছেঁটে ফেলেছিল মর্গ্যানকে। নিলামের টেবিলে শেষ বিশ্বকাপজয়ী ব্রিটিশ দলনেতা পরে দলই পাননি।এবার নাইটদের নতুন নেতা শ্রেয়স আইয়ার। অন্যদিকে, আইপিএল শুরুর মাত্র ৪৮ ঘন্টা আগে চেন্নাইয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ধোনি। নেতৃত্ব নিয়ে এসেছেন সতীর্থ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে।
দেখে নেওয়া যাক প্রথম ম্যাচে কেকেআর আর চেন্নাই সুপার কিংস কেমন প্ৰথম একাদশ সাজাতে চলেছে-
চেন্নাই ওপেনার: রুতুরাজ গায়কোয়াডের সঙ্গে এবার ওপেনিংয়ে দেখা যেতে পারে কিউয়ি ডেভন কনওয়েকে। গত কয়েক মরসুমে রুতুরাজের সঙ্গে এই কাজটি করছিলেন ফাফ দু প্লেসিস। এবার নিলাম থেকে ডুপ্লেসিসকে কিনে সরাসরি নেতা বানিয়ে দিয়েছে আরসিবি। ডুপ্লেসিসের বদলে কনওয়ে আপাতত রুতুরাজের ওপেনিং পার্টনার।
কলকাতা ওপেনার : আইপিএল শুরুর কয়েক সপ্তাহ আগে কেকেআরে আসা আলেক্স হেলস নিজেকে সরিয়ে নিয়েছিলেন ক্রমাগত বায়ো বাবলে থেকে খেলার ক্লান্তির কথা ভেবে। হেলসকে যদি পাওয়া যেত, থাকলে তিনিই হতেন ভেঙ্কটেশ আইয়ারের ওপেনিং পার্টনার। হেলসের বদলে নাইটদের দলে পরিবর্ত হিসাবে যোগ দিয়েছেন ফিঞ্চ।
এখন তিনি অস্ট্রেলিয়ার জাতীয় দলের সঙ্গে পাকিস্তানে খেলছেন। তাই অস্ট্রেলীয় ক্রিকেটাররা ৫ মার্চের আগে আইপিএলে আসছেন না। ফিঞ্চ তাই নেই প্রথম ম্যাচে। ফিঞ্চ ওপেনার হিসাবে অটোমেটিক চয়েস। তবে তিনি না থাকায় আপাতত ভেঙ্কটেশ আইয়ারের ওপেনিং পার্টনার হতে চলেছেন অভিজ্ঞ অজিঙ্কা রাহানে।বড় সুযোগ রাহানের সামনে।
Passing the rein! ?➡️?
Watch the full ? ? https://t.co/vS9BSJ01er#WhistlePodu #Yellove ?? @msdhoni @imjadeja pic.twitter.com/HwcyHSSaUS— Chennai Super Kings (@ChennaiIPL) March 25, 2022
চেন্নাই মিডল অর্ডার: গত কয়েক মরশুমে যে মিডল অর্ডার নিয়ে আইপিএলের বাইশ গজে নেমেছিল সিএসকে, প্রায় সএকই রকমই এবারও। তিন থেকে পাঁচে পরপর ব্যাট করতে নামবেন আম্বাতি রায়ডু, রবিন উথাপ্পা এবং রবীন্দ্র জাদেজাকে। ব্যাটিং অর্ডারে বরঞ্চ প্রমোশন ঘটছে ইয়োলো ব্রিগেডের নতুন ক্যাপ্টেনের। তাঁকে নিয়মিত পাঁচে ব্যাট করতে দেখা যেতে পারে।আগের বার রায়না খেলেননি ব্যক্তিগত কারণে। এবার তো তিনি দলেই নেই।
The Show-stoppers! ?@ShreyasIyer15 @iamsrk #KKR #KKRHaiTaiyaar #IPL2022 #GalaxyOfKnights #কেকেআর pic.twitter.com/sTSwisvwxP
— KolkataKnightRiders (@KKRiders) March 24, 2022
কলকাতার মিডল অর্ডার: নাইটদের নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার কয়েকদিন আগেই জানিয়েছিলেন, টি-টোয়েন্টি ক্রিকেটেও তিন নম্বর পজিশন তাঁর পছন্দ। তবে সম্ভবত তিনি তিন নয়-চারে নামবেন। তিনে দেখা যাবে কেকেআর দলে ফিরে আসা নীতিশ রানা। আন্দ্রে রাসেলেরও সম্ভবত ব্যাটিং অর্ডারে একধাপ এগিয়ে ব্যাট করতে নামবেন। এবার এই মারকুটে ব্যাটিং অলরাউন্ডারকে এবার নিয়মিত দেখা যেতে পারে পাঁচ নম্বর পজিশনে। এতে আরও বেশি কিছু বল খেলার সুযোগ পাবেন তিনি। আর একবার ছন্দে চলতে শুরু করলে প্রতিপক্ষের কপালে যে বিস্তর দুঃখ অপেক্ষা করছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
চেন্নাই উইকেটকিপার এবং অলরাউন্ডার: উইকেটকিপার হিসাবে থাকছেন ধোনি। তবে থাকছে না নেতৃত্বের আর্মব্যান্ড নিয়ে। অলরাউন্ডার হিসাবে থাকছেন একাধিক তারকা- ডোয়েন ব্র্যাভো, শিভম দুবে, মিচেল স্যান্টনাররা।
কলকাতার উইকেটকিপার: এবার দলে মাত্র দুজন উইকেটকিপারই রয়েছে। তবে শেলডন জ্যাকসন নয়, নাইট কিপার হিসাবে প্ৰথম ম্যাচে স্যাম বিলিংসের খেলা কার্যত নিশ্চিত। ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই নিয়মিত খেলেছেন এখন এই তারকা। এখন অবশ্য জাতীয় দলের বাইরে। এবারের আইপিএলে নিয়মিত সুযোগ পেয়ে দেশের নির্বাচকদের নজর কাড়তে মরিয়া তিনি।
চেন্নাই বোলিং: দীপক চাহারের উপর অনেক ভরসা করে নিলামে দলে ফিরিয়েছিল সিএসকে। কিন্তু চোটে আইপিএলের অধিকাংশ ম্যাচেই খেলতে পারবেন না চাহার। বোলিং আক্রমণ তাই সামলানোর দায়িত্ব বর্তাতে চলেছে কিউয়ি এডাম মিলনের ওপর। ব্র্যাভো-মিলনের সঙ্গে তৃতীয় পেসার হিসাবে বাছা হতে পারে কেএম আসিফ অথবা যুব বিশ্বকাপ জিতে আসা রাজ্যবর্ধন হাঙ্গারেকরকে। এছাড়াও থাকবে শিভম দুবের মিডিয়াম পেস। জাদেজার সঙ্গে স্পিন বিভাগে জুটি বাঁধবেন মিচেল স্যান্টনার। নেতৃত্বের অভিষেকেই কঠিন চ্যালেঞ্জ স্পিনার জাদেজার সামনে। ধোনির ছত্রছায়ায় নিজেকে কতটা মেলে ধরতে পারেন তারকা, সেটা আপাতত দেখার।
কলকাতার বোলাররা: ওয়াংখেড়ের পিচ স্পিনারদের সাহায্য করে। এমন পিচে জোড়া স্পিনার হিসাবে যথারীতি কেকেআরের তুরুপের তাস সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী। নারিন আবার এই মূহুর্তে দারুণ ছন্দে রয়েছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে মাতিয়েছেন। বরুণ চক্রবর্তী জাতীয় দল থেকে বাদ পড়েছেন হালে। এবারের আইপিএলে দারুণ পারফরম্যান্স আগামী টি২০ বিশ্বকাপের জন্য জাতীয় দলের আবার ফিরিয়ে আনতে পারে তামিল স্পিনারতিকে।
পেসারদের মধ্যে এবার প্যাট কামিন্স নেই। সিমার হিসাবে তাই থাকছেন টিম সাউদি। সেই সঙ্গে উমেশ যাদব এবং শিভম মাভি।
Knights that slay together, stay together ??@VenkyMysore @Bazmccullum @ShreyasIyer15 @chakaravarthy29 #KKR #KKRHaiTaiyaar #IPL2022 #GalaxyOfKnights #AmiKKR #কেকেআর pic.twitter.com/EMUzhNsmQG
— KolkataKnightRiders (@KKRiders) March 25, 2022
কলকাতার সম্ভাব্য একাদশ:
অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেল, স্যাম বিলিংস, সুনীল নারিন, টিম সাউদি, শিভম মাভি, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব
The Whistles and Wishes for the
DU?! ?#WhistlePodu #Yellove @msdhoni @imjadeja pic.twitter.com/0khIzX1PZH— Chennai Super Kings (@ChennaiIPL) March 25, 2022
চেন্নাইয়ের প্ৰথম একাদশ:
রুতুরাজ গায়কোয়াড, ডেভন কনওয়ে, আম্বাতি রায়ডু, রবিন উথাপ্পা, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, শিভম দুবে, ডোয়েন ব্র্যাভো, মিচেল স্যান্টনার, এডাম মিলনে, রাজ্যবর্ধন হাঙ্গারেকর/কেএম আসিফ
ছবি:সৌ টুইটার।