ইংল্যান্ড সিরিজে তাঁর খেলা হচ্ছেনা। পায়ের সিনবোনে চোট পেয়ে আপাতত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে জাতীয় দলের ওপেনার শুভমন গিলকে। অনেকে মনে করছিলেন সেপ্টেম্বরে দ্বিতীয় সপ্তাহ থেকে আইপিএল শুরু হলে, মাঠে ফিরতে পারবেন শুভমন। কিন্তু বিধি বাম। মনে হয় না, কেকেআরের হয়ে গিল এবার খেলার ঝুঁকি নেবেন। অর্থাৎ ভারতীয় দল তো বটেই, আইপিএল পার্ট টু তে মনে হয় না – গিল খেলতে পারবেন।
আরও পড়ুন – চোট সিনবোনে, দু’মাস মাঠের বাইরে শুভমন
যুব জাতীয় দলের ( অনূর্ধ্ব -১৯ ) তারকা এই ক্রিকেটারকে কেকেআর দলে নিয়েছিল শেষ প্লেয়ার্স অকশনে। তাঁকে কিন্তু এই চোটের কারণে ব্যবহার করতে পারবেন কিং খানের দল। সমস্যা বাড়ল। দলের নেতা ইয়ন মরগানের কেকেআরের বাকি ম্যাচে খেলার সম্ভাবনা নেই। তিনি জাতীয় দলের হয়ে খেলতে ব্যস্ত থাকবেন। টিম ম্যানেজমেন্ট ভাবছিল, জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার শুভমন গিলকে নেতৃত্ব দেওয়ার কথা ভাবা হয়েছিল। এখন তাও ভেস্তে যেতে বসেছে।
আরও পড়ুন – BCCI: ঘরোয়া ক্রিকেট শুরু ২১ সেপ্টেম্বর
ভারতীয় দলের ফিজিও নাকি টিম ম্যানেজমেন্টকে যে রিপোর্ট দিয়েছে তা চিন্তার। তিন থেকে ছয় মাস লাগতে পারে পুরো সুস্থ হতে। আইপিএল শুরু হতে আর আড়াই মাস বাকি। গিলকে বোর্ডও হয়তো ‘ বিশ্রাম আর রিহ্যাব’ সিস্টেমেই থাকতে বলবে গিলকে।
ছবি:সৌ-টুইটার