ভারত ১০০০ তম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি খেলতে নামবে আমদাবাদের দর্শক শূন্য মাঠে । প্রতিপক্ষ এবার ওয়েস্ট ইন্ডিজ। আর এই ক্যারিবিয়ান দলের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি ম্যাচই হবে ইডেনে। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় একথা ঘোষণা করলেন।
আরও পড়ুন: IPL2022: ২৭ মার্চ মহারাষ্ট্রে ৪ মাঠে টুর্নামেন্ট শুরুর প্রস্তাব
ভারতের বিভিন্ন প্রান্তে কোভিড -১৯ এর প্রকোপ বেড়েই চলেছে। তাই বিসিসিআই ঠিক করে নিল, একদিনের আন্তর্জাতিক ম্যাচগুলি হবে আমদাবাদের মাঠে। আর ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজটির সব ম্যাচ হবে ইডেনে। অর্থাৎ বোর্ডের সভাপতি আর সচিব নিজেদের রাজ্য ক্রিকেট সংস্থার মাঠেই সিরিজটা করিয়ে নিতে চলেছেন।
গুজরাট ক্রিকেট সংস্থা আর বাংলার ক্রিকেট সংস্থার কর্তারা জানিয়েছেন, বোর্ড তাদের সব ম্যাচ খালি স্টেডিয়ামে করার নির্দেশ দিয়েছে।
খুব কড়া ভাবেই মানতে হবে বায়ো বাবল নিয়ম নীতি। প্রাথমিক ভাবে অবশ্য বোর্ড ঠিক করেছিল, একদিনের আন্তর্জাতিক ম্যাচ গুলি হবে আমদাবাদ , জয়পুর আর কলকাতাতে। টি টোয়েন্টি হবে : কটক, বিশাখাপত্তনামে আর তিরুবনন্তপূরমে। কিন্তু অনেক আলোচনার পর সকলে একমত হন, এরপর আইপিএল আছে তাই আন্তর্জাতিক সিরিজ নির্বিঘ্নে শেষ করতে জরুরী। তাই বেশি ট্র্যাভেল করানো হচ্ছে না দুই দলকে। দুটি কেন্দ্রে তাই এই সিরিজ দুটি সেরে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
#IndvsWI | BCCI announces a change in venues for the upcoming West Indies’ Tour of India. The West Indies will arrive here for a white-ball series comprising three ODIs and as many T20Is: Board of Control for Cricket in India (BCCI) https://t.co/D3wBlkK3Ua
— JKPOST (@JKPOST2) January 22, 2022
আগের যে সূচী ছিল, তাতে তারিখের সামান্য রদবদল করা হচ্ছে। টি টোয়েন্টি তিনটি ম্যাচে হওয়ার কথা ছিল: ১৫, ১৮, ২০ ফেব্রুয়ারি। এখন ইডেনে এই তিনটি ম্যাচ হবে- ১৬, ১৮, ২০ ফেব্রুয়ারি। ইডেনের তিনটি ম্যাচ পাওয়ার কথা ছিল না, সেই বেশি সময় বিমানে যেতে হবে বলে। আমদাবাদ আর লখনউতে সেরে নেওয়ার ভাবনা ছিল। কিন্তু উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন আছে বলে, এই ম্যাচগুলো ইডেনে করার কথা ভাবা হয়।
ওয়েস্ট ইন্ডিজ দলের আমদাবাদে পৌঁছে যাওয়ার কথা পয়লা ফেব্রুয়ারি। এরপর বাধ্যতামূলক ৩ দিনের আইসোলেশনে থাকতে হবে ক্যারাবিয়ান দলকে। ৪, ৫ ফেব্রুয়ারি – দুদিনের অনুশীলন সারবে। আর ১০০০ তম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি হবে ৬ ফেব্রুয়ারি।
ছবি: সৌ টুইটার।