জোহানেসবার্গের পরাজয় সরিয়ে শহর ছাড়লো ভারতীয় দল। কোহলি – দ্রাবিড় দলবল নিয়ে পৌঁছে গেল কেপটাউনে। সিরিজ এখন সমান সমান। ১-১ ড্র। প্রথম টেস্ট ভারত জয় পেয়েছিল। দ্বিতীয় টেস্ট জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন টেস্টের সিরিজ এবার শেষ টেস্ট শুরু হতে চলেছে ১১ জানুয়ারি।
আগের টেস্ট শুরুর ঠিক আগে দলের নেতা কোহলি হঠাৎ পিঠের পেশিতে অস্বস্তি সামলাতে না পেরে সরে দাঁড়ান। সেই টেস্টে দলকে হারতে দেখেছেন, কোহলি। মাঠের বাইরে থেকে। প্রথম টেস্ট দাপটের সঙ্গে জেতার পর, সিরিজের দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার দলনেতা এলগার ম্যাচের নায়ক হয়ে – দলকে লড়াইয়ে ফিরিয়ে এনেছে। এবার লড়াই সমানে সমানে।
Touchdown Cape Town ???#TeamIndia #SAvIND pic.twitter.com/TpMtyPK9FG
— BCCI (@BCCI) January 8, 2022
জো’ বার্গের টেস্টে বৃষ্টি একদিনের খেলার কিছু সময় নষ্ট করলেও, ম্যাচের নিষ্পত্তি হয়েছে। কেপটাউনে ভারতীয় দল যখন পৌঁছল, তখনও আকাশের মুখ ভার। বৃষ্টিও হয়ে গেছে। দেখা যাক টেস্ট শুরুর আগে দুটো দিন কেমন যায় দেখা যাক।
A captain’s knock in every sense#SAvIND #FreedomTestSeries #BetwayTestSeries #BePartOfIt pic.twitter.com/j5QSk1DZx8
— Proteas Men (@ProteasMenCSA) January 7, 2022
ছবি: সৌ টুইটার।