Placeholder canvas
কলকাতা সোমবার, ০১ জুলাই ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
IND vs SL Test: ওয়ার্নের ‘রকস্টার’ জাদেজা ব্যাটে-বলে দ্বিতীয় দিনের নায়ক
মোহালি থেকে দীপঙ্কর গুহ Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ মার্চ, ২০২২, ১০:২৭:৩৬ পিএম
  • / ৩৬৩ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

আগের দিন ৪৫ রানে অপরাজিত থেকে মোহালি থেকে বায়ো বাবল টিম বাসে বসেছেন, তখনও জানতেন না খবরটা। কিন্তু হোটেলে ঢুকেই মোবাইল হতে নিয়ে বিশ্বাস করতে পারছিলেন না – কী পড়ছেন, কী দেখছেন! তিনি ২০০৮ সালে যাঁর নজরে পড়ে ‘রকস্টার’ হয়েছিলেন – সেই মানুষটাই নেই! শ্যেন ওয়ার্ন মাত্র ৫২ বছর বয়সে চলে গেলেন? সেই প্রাক্তন অস্ট্রেলিয়া ক্রিকেটারের নানান কথা আর তাঁর উপর ভরসা কি শ্রদ্ধার্ঘ হয়ে লুটিয়ে পড়লো মোহালির কোনায় কোনায়! রাতে শুনেছেন এই মহাপতনের কথা। আর তার ১২ ঘন্টার মধ্যে দেশের হয়ে টেস্টে ব্যাট করতে নেমে অপরাজিত রয়ে গেলেন। আর তাঁর ১৭৫ রান সঙ্গে বল হাতে শ্রীলঙ্কার উইকেট নেওয়া শুরু করে দিনের নায়ক হলেন। শনিবার দিনের শেষে ভারতের ৮ উইকেটে ৫৭৪ রানে দান ছেড়ে দেওয়ার পর লঙ্কা ব্যাটাররা ১০৮ রান তুলতে গিয়ে ৪ উইকেট খুইয়ে বসে আছে।

আরও পড়ুন: Shane Warne: সৌরভের ইনস্টাগ্রাম পোস্টে কিসের বার্তা !

এখনও শ্রীলঙ্কাকে ফলো অন বাঁচাতে আরও ২৬৭ রান সংগ্রহ করতে হবে। এক ওপেনার পাথুম নিসসংকা (২৬) আর চারিথ আসালঙ্কা (১) ক্রিজে আছেন। অশ্বিন দুটি আর জাদেজা – বুমরারা একটি করে উইকেট নিলেন।

দিনের শুরুতে দুই দলের ক্রিকেটাররা সদ্য প্রয়াত অজি ক্রিকেটারের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করলেন। প্রত্যেকে কালো আর্ম ব্র্যান্ড নিয়ে খেলে গেলেন। শ্যেন ওয়ার্ন যে প্রথম আইপিএলের চ্যাম্পিয়ন দল রাজস্থানের নেতা ছিলেন।

ভারত আগেরদিন স্কোর ৬ উইকেটে ৩৫৭ নিয়ে শুরু করে চা – পান বিরতির সময় ব্যাটিং কোমর আর ল্যাজে ভর করে ৫৭৪ রানে পৌঁছে গেল। আগের দিনের জুটি জাদেজা – অশ্বিন ১৩০ রান তুলে নেয়। অশ্বিন ৬১ রান করে যান।

আর জাদেজা? আরেক পঞ্জাব পুত্তুর কপিল দেবের করে রাখা ৩৬ বছরের রেকর্ড ভেঙে নুতন নজির গড়লেন। তাঁর ৭ নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত ১৭৫ রান সেই নয়া নজির। কপিল দেব ১৯৮৬ সালে কানপুরে সেই শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৩ রান করেছিলেন সাত নম্বরে ব্যাট করতে নেমে। শুধু কি তাই, নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি হল। কেন ২০০ নয় – এই প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়াতে ট্রোল হচ্ছিল কোচ রাহুল দ্রাবিড়। আসলে নেতা থাকতে একবার সচিনকে সেই সুযোগ দেননি। এবারও তো তাহলে …

কিন্তু ম্যাচের শেষে জাদেজা বলেন, তিনিই দলকে বলেছিলেন – চা পান বিরতির পর ইনিংস ছেড়ে দিতে। তারই মধ্যে ১৭৫ রান তুলে নিলেন। তাতেই তিনি খুশি, কারণ দলের কাজে লেগেছেন তিনি। ব্যাট হাতে। ঋষভ পন্থ আগের দিন ৯৬ রানে হোঁচট খেয়েছিলেন। জাদেজা সেই ভুল করেননি, উল্টে ৫০ করে ব্যাটটি তাঁর সিগনেচার স্টাইলে তরবারি হল। ১০০ তে আকাশের দিকে তাকালেন। হয়তো শ্যেনের আত্মার শান্তি কামনায়। আর ১৫০ টপকে গেলেন ছক্কা হাঁকিয়ে!

বেচারা কপিল! নিজের ঘরের মাঠে খেলে তাঁর আরও একটা রেকর্ড এক ধাপ পিছিয়ে পড়ার অপেক্ষায়। আর দুটো উইকেট অশ্বিন পেলেই কপিলের ৪৩৪ উইকেট শিকারি হয়ে পাশে বসে পড়বেন। আর টপকে যে যাবেন, তা উইকেট চরিত্র বলে দিচ্ছে। এদিন তিনি যেমন ৮৬ টি টেস্ট খেলে রিচার্ড হ্যাডলির পাওয়া ৪৩১ টপকে গেলেন। ৮৫ টি টেস্ট অশ্বিনের আজ হল – ৪৩২। আর একটি মানে শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথের (৪৩৩) পিছিয়ে পড়বে।

পরের দশ নম্বরে ব্যাট করতে আসা মহম্মদ শামির ( অপরাজিত ২০) সঙ্গে আবার একটা ১০৩ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। যে রান ভারত তুললো, তা এই মাঠে টেস্টে সেরা সংগ্রহ হয়ে গেল।

https://twitter.com/ImShahbazAhmad/status/1500143562444636162?t=jgBql2zqYH3Yd9-SeKB_1Q&s=19

ভারতীয় দল ফিল্ডিং করতে নামার সময় আরেক চমক দিল। গার্ড অব অনার দিলেন দলের ক্রিকেটাররা মাঠের ধারে দুদিকে দাঁড়িয়ে। অভিভূত বিরাট শুঁড় তোলা হস্তী হয়ে হাত সামনে রেখে মাঠে ঢুকলেন। দেখলাম, এই পর্ব শেষ হতেই বিরাট বুকে করলেন রোহিতকে । বুঝতে বাকি রইলো না, ভাবনার কারিগর কে। রোহিত আর কোহলির রসায়ন মিলেমিশে একাকার হয়ে গেলে, লাভ এই দলের।

গার্ড অব অনার – আবেগ বিরাট

আর লাভ, কোচরা একজোট হয়ে জয়ের নেশায় বুঁদ। যেমনটা উইকেট চেয়েছিলেন, তাই পেয়েছেন। এখন স্পিনারের বল ধুলো উড়িয়ে ব্যাটারের কাছে যাচ্ছে। নিচু হচ্ছে পেসারের বল। বুমরা নো বল না করলে আরও একটা উইকেট নিজের নামে লেখাতে পারতেন।

তৃতীয় দিন রবিবার। ছুটির দিন। এই ম্যাচের ছুটির ঘন্টা কবে বাজবে সেটা হয়তো ঠিক হয়ে যাবে।

ছবি: সৌ – বিসিসিআই; টুইটার।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

ইউরোর শেষ ষোলোয় ফ্রান্স-বেলজিয়াম
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
হকার উচ্ছেদ নিয়ে জনস্বার্থ মামলার পরামর্শ বিচারপতির
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
রোনাল্ডোদের হারিয়ে ইতিহাস সৃষ্টি করল জর্জিয়া
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
আফগানদের দুরমুশ করে বিশ্বকাপ ফাইনালে দঃ আফ্রিকা
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
রেললাইনের পাশ থেকে বিজেপি নেতার মৃতদেহ উদ্ধার
বুধবার, ২৬ জুন, ২০২৪
বেআইনি টোটোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ আরামবাগে
বুধবার, ২৬ জুন, ২০২৪
বিধানসভার সিঁড়িতে রাজ্যপালের অপেক্ষায় ধরনায় সায়ন্তিকা-রেয়াত
বুধবার, ২৬ জুন, ২০২৪
প্রায় ৩ মাস ধরে জলসঙ্কট, প্রতিবাদে রাস্তা অবরোধ গ্রামবাসীদের
বুধবার, ২৬ জুন, ২০২৪
বিরোধীরা দেশের মানুষের আওয়াজ, দলনেতার দায়িত্ব নিয়ে মন্তব্য রাহুলের
বুধবার, ২৬ জুন, ২০২৪
মিড ডে মিলের চাল চুরি, গ্রামবাসীদের হাতে পাকড়াও রান্নার কর্মী
বুধবার, ২৬ জুন, ২০২৪
সংসদে বক্তৃতায় স্পিকারকে নিয়ে আশার কথা শোনালেন মোদি
বুধবার, ২৬ জুন, ২০২৪
ইডির পর সিবিআইয়ের হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী
বুধবার, ২৬ জুন, ২০২৪
চলন্ত ট্রেনে মহিলার ব্যাগে শিশু, ধুন্ধুমার বিরাটি স্টেশনে
বুধবার, ২৬ জুন, ২০২৪
গুমোট গরমে নাজেহাল, কবে থেকে ভারী বৃষ্টি? 
বুধবার, ২৬ জুন, ২০২৪
লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা
বুধবার, ২৬ জুন, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team