টানা ১২ টি ম্যাচে জয়। টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে জয়। এমন জয়ের রেকর্ড হয়েছিল। ভারত রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে জিতে সেই রেকর্ড স্পর্শ করে ফেললো। আর সেইসঙ্গে ৩-০ ম্যাচে আবার একটা সিরিজ জয় মিললো। একইসঙ্গে মিললো শ্রেয়স আয়ারের ব্যাট হাতে ধারাবাহিকতা। সিরিজের প্রথম দুটি ম্যাচে ছিল অর্ধশত রানের ইনিংস। এই ম্যাচেও ২৭ বছরের তারকা হয়ে ওঠা এই ক্রিকেটারটি ৪৫ বলে অপরাজিত ৭৩ রান ৯টি চার, ১টি ছক্কা) করে ৬ উইকেটে দলের জয় নিশ্চিত করে দিলেন।
ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে ১৪৬ রান তাড়া করে ম্যাচ জেতার দরকার ছিল। চোট পাওয়া ঈশান কিষান এই ম্যাচ খেলেননি। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমেছিলেন সঞ্জু স্যামসন। রোহিত এই ম্যাচ খেলতে নেমে বিশ্বের সবচেয়ে বেশি টি টোয়েন্টি ম্যাচ খেলা ক্রিকেটার হয়ে গেলেন। পাকিস্তানের শোয়েব মালিককে টপকে ১২৫ তম ম্যাচটি খেলে ফেললেন। কিন্তু এমন দিনে ব্যাটে সফল হলেন না। ৯ বলে ৫ রান করে দুষ্মন্ত চামিরার বলে আউট হন। টি টোয়েন্টি ক্রিকেটে এই নিয়ে ৬ বার হিটম্যানকে ফেরালেন দুষ্মন্ত।
Second Indian to score 3 consecutive half centuries
Most runs in a three match t20i series for India
Highest avg in a t20i series
Joint most fours in a t20i series for India
Won first man of the series award
My man ❣️ pic.twitter.com/w8sIonAzTk
— Praneeth Virat (@pranee__rahul) February 27, 2022
নেতা ফিরে এলেন ডাগআউটে, আবার সেই শ্রেয়স আয়ারের উপর দায়িত্ব ছিল। সঞ্জুকে সঙ্গে নিয়ে শ্রেয়স দ্বিতীয় উইকেট জুটিতে ৪৫ রান যোগ করেন। স্যামসন (১২ বলে ১৮ রান) এরপরই করুনারত্নের বলে খোঁচা দিয়ে আউট হয়ে ফিরে যান। ক্রিজে আসেন দীপক হুদা – একটি চার আর ছক্কা হাঁকিয়ে ১২ বলে ১৬ রান করে ফিরে যান। কয়েক ওভার পর ভেঙ্কটেশ আয়ারও ফিরে যান।
চাপ তৈরি হয়ে যায় ভারতের ইনিংসে। ক্রিজে যান রবীন্দ্র জাদেজা। শ্রেয়স – জাদেজা জুটি মিলে ৪৫ রান যোগ করে ফেলে ম্যাচ পকেটে পুরে নেন। জাদেজা অপরাজিত থাকেন ১৫ বলে ২২ রান করে নেন। তাতে ছিল ৩ টি চার। ১৯ বল বাকি থাকতে ম্যাচে জেতা হয়ে যায়।
এই ম্যাচে জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, যজুবেন্দ্র চাহালকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তাতে ভারতের বোলিং নিয়ে চিন্তা বাড়ে নি। মহম্মদ সিরাজ(১/২২) , আবেশ খান ( ২/২৩) আর রবি বিশ্নোই (১/৩২) আর হর্ষল প্যাটেল ( ১/২৯)
লঙ্কা বাহিনীকে ৫ উইকেটে ১৪৬ রানে আটকে দেন। লঙ্কা দলের নেতা দাসুন শনাকার ৩৮ বলে অপরাজিত ৭৪ রান করে দলের রান টেনে নিয়ে যান। হর্ষল প্যাটেলের বলে তাঁর সহজ ক্যাচ ব্যাকওয়ার্ড পয়েন্টে হাতছাড়া করেন ভেঙ্কটেশ আয়ার। একসময় ৬০ রানে ৫ উইকেট চলে যাওয়ার পর ভাবা যায়নি লঙ্কা দল এই রান করে উঠতে পারে। তা সম্ভব হয় শনাকা – করুনারত্নে (১৯ বলে অপরাজিত ১২ রান) ষষ্ঠ উইকেটে ৮৬ রান যোগ করে ফেলায়।
?? 3 ?? 0
?? 3 ? 0
?? 3 ?? 0Three series sweeps in a row for world no.1 ranked T20I side ? #TeamIndia #INDvNZ #Rohitsir Congrats pic.twitter.com/sm3VlR0RW1
— DAYANAND KUMAR??? (@CricketDaya) February 28, 2022
আপাতত শেষ হল, রোহিতের দলের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। এবার টেস্ট ম্যাচের লড়াই। মোহালিতে শ্রীলঙ্কার সঙ্গে প্রথম টেস্ট ম্যাচ। এই টেস্ট আবার বিরাট কোহলির শততম টেস্ট। তাই প্রচারের হ্যালোজেন অন্য মাত্রায় পৌঁছে গেছে।
ছবি: সৌ টুইটার।