১৬ জুন থেকে পয়লা জুলাই, বাড়ল কোভিডের বিধিনিষেধের মেয়াদ। করোনার দ্বিতীয় প্রবাহে দেশের বহু স্থানেই জারি হয়েছিল কোভিডের বিধিনিষেধ। পশ্চিমবঙ্গ এই করোনা মহামারীর আকার নিলে, রাজ্যেও জারি হয় প্রথম দফার করোনা বিধিনিষেধ। তাতে সংক্রমণ কিছুটা কমে যায়। প্রথমে ২ সপ্তাহের জন্য বিধিনিষেধের মেয়াদ চালু থাকলেও তার মেয়াদ ফের বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত করে দেওয়া হয়। তবে দ্বিতীয় দফায় কিছু বিধি নিষেধ শিথিল করা হয়েছিল। এরপর ১৪ জুন সোমবার এই কোভিডের বিধিনিষেধের মেয়াদ নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই তৃতীয় দফায় কিছু বিধি নিষেধ অপরিবর্তিত থাকলেও আরো কিছু নিয়ম শিথিল করা হবে বলে জানান তিনি। যার মধ্যে আছে,
সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বেসরকারি অফিস খোলা রাখা যাবে
সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত বাজার মুদির দোকান হাট খোলা যাবে
বুধবার থেকে ২৫% কর্মী নিয়ে সরকারি অফিস খোলা থাকবে
সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খুচরা বাজার খোলা থাকবে
ব্যাঙ্কের সময় অপরিবর্তিতই থাকছে। আগের মত সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক
রেস্তোরাঁ, হোটেল এবং বার খোলার ক্ষেত্রেও ছাড়পত্র দেওয়া হয়েছে। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং সেখানে ৫০% খদ্দের আসার অনুমতি দেওয়া হয়েছে
খুলছে শপিংমল। সেখানে সময়সীমা সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ৩০ শতাংশ পর্যন্ত গ্রাহক ঢুকতে পারবেন শপিং মলে
স্টেডিয়াম দর্শকশূন্য হবে
সিনেমা হল, জিম এবং স্পা বন্ধ থাকবে
জরুরী ভিত্তিতে অটো ও ট্যাক্সি চলাচলের ছাড় দেওয়া হয়েছে
টিকাকরণ সম্পূর্ণ হলে পার্কে প্রবেশের ছাড়পত্র দেওয়া হয়েছে
লোকাল ট্রেন, মেট্রো ও বাস চলাচল বন্ধ থাকছে
রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত জরুরী পরিষেবা ছাড়া যান চলাচল করবে না
বিধি নিষেধ নিয়ে আলোচনার পর মমতা বলেন, ভোটের সময় করোনার সংক্রমণ কম থাকলেও ফের তা দ্রুত হরে বাড়তে শুরু করে। তবে এর ফলে সংক্রমণের হার কমবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।