আগামিকাল শনিবার আইসিএসই(ICSE) ও আইএসসির(ISE) ফল (Result) প্রকাশিত হবে। বেলা ৩ টের সময় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করবেন সিআইএসই’র চিফ এগজিকিউটিভ ও সেক্রেটারি জেরি অ্যারাথুন। পড়ুয়ারা কাউন্সিলের নিজস্ব ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। ইউনিক আইডি, ইনডেক্স নম্বর দিয়ে ফল জানা যাবে। এছাড়াও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। করোনা আবহে এবছরের আইসিএসই ও আইএসসি পরীক্ষা হয়নি। অভ্যন্তরীণ মূল্যায়নের উপর ভিত্তি করেই ফল ঘোষণা করা হবে।