কলকাতা: একুশের নির্বাচনে তৃণমূলের সাফল্যের পর বিজেপি সাংসদ,বিধায়ক-নেতাদের ঘাসফুলে যোগদানের হিড়িক লেগেছে৷ বিজেপি বিধায়ক মুকুল রায়, তন্ময় ঘোষ, বিশ্বজিৎ দাসেরা তৃণমূলে ভিড়েছেন৷ তৃণমূল নেতৃত্বের দাবি, আগামীতে বিজেপি থেকে তৃণমূলে বহু পদস্থ কর্তারা যোগ দেবেন৷ সম্প্রতি আসানসোলের বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিয়েছেন৷ এই আবহে হুগলীর বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও রবিবার রাতে কালীঘাটের তৃণমূল কার্যালয়ে আসেন বলে একটি বাংলা দৈনিকে সোমবার খবর প্রকাশিত হয়েছে৷ সোমবার এই খবরের কার্টিং টুইট করে মিথ্যা বলে দাবি করেছেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়৷ একই সঙ্গে তিনি ওই সংবাদ পত্রের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন৷
লকেটের টুইট৷
ওই বাংলা দৈনিকের খবরে আরও উল্লেখ করা হয়েছে, লকেট তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেকের ও ব্রায়নের সঙ্গে আলোচনা করেন৷ নিজের সাদা রঙের গাড়ির পরিবর্তে কালো গাড়িতে করে আসেন বলেও সূত্রের খবরে জানা গিয়েছে বলে খবরে প্রকাশ৷ আর এই খবর নিয়েই যাবতীয় তর্জা৷
I usually don’t pay heed to fake news but this was published in a major Bengali daily. First of all, I don’t believe in “Aayaram Gayaram politics”, feel sorry for such paid media resorting to fake news. They should know that they are losing their creditability day by day. pic.twitter.com/Vv1gLouUyb
— Locket Chatterjee (@me_locket) September 20, 2021
আরও পড়ুন-রাজ্যসভা উপনির্বাচনে সুস্মিতার বিরুদ্ধে প্রার্থী দেবে না বিজেপি, টুইট শুভেন্দুর
বাংলা দৈনিকে প্রকাশিত খবর৷
সোমবার পাল্টা আক্রমণ করেন লকেট৷ তিনি টুইটে দাবি করেছেন যে, “আয়রাম গায়রাম রাজনীতি”তে বিশ্বাস করেন না৷ তিনি লেখেন, ‘আমি সাধারণত ভুয়ো খবরে কান দিই না৷ কিন্তু এটি একটি প্রধান বাংলা দৈনিকে প্রকাশিত হয়েছিল। প্রথমত, আমি “আয়রাম গায়রাম রাজনীতি”তে বিশ্বাস করি না৷ এই ধরনের পেইড মিডিয়া ভুয়ো খবরের জন্য দু:খিত। তাদের জানা উচিত যে, তারা দিন দিন তাদের বিশ্বাস যোগ্যতা হারাচ্ছে।’’