করোনা পরিস্থিতিকে আয়ত্তে আনতে রাজ্যে এক মাসেরও বেশি সময় ধরে চলছে কিছু বিধি নিষেধ।যার জেরে ক্ষতির মুখে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে ফল ও সবজি ব্যবসায়ীরা। লোকাল ট্রেন না চলায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে বারুইপুরের ব্যবসায়ীরা। সাঁড়াশি চাপে কার্যত দিশেহারা অবস্থায় তাঁদের। একদিকে লোকাল ট্রেন বন্ধ রয়েছে দীর্ঘদিন। যার জন্য বাজারে মাল এনেও তা পাঠানো যাচ্ছে না বিভিন্ন জায়গায়। অন্যদিকে নির্দিষ্ট সময় বাজার খোলা থাকায় অনেকেই বাজারে আসছেন না। ফলে বিক্রি হচ্ছে না ফল-সবজি, অনেক মাল পড়ে থাকছে। নতুবা কম দামেই বিক্রি করতে হচ্ছে।
বারুইপুরে লিচু চাষি শাহাবুদ্দিন মোল্লা জানান, অন্যান্য বছর যেখানে লিচুর ঝুড়ি বিক্রি হতো ৪ হাজার টাকায় এবার সেখানে মাত্র ২ হাজার টাকায় বিক্রি করতে হচ্ছে তাঁদের। পেয়ারার ঝুড়ি দুশো টাকার পরিবর্তে বিক্রি হচ্ছে একশো টাকায়। প্রায় অর্ধেক দামে। কখনও তাঁর চেয়েও কমে। একই অবস্থা আম এবং অন্যান্য সবজিরও। চাষের খরচটুকুও উঠছে না বলে অভিযোগ তাঁদের। তবে চাষিরা দাম না পেলেও বাজারে কিন্তু দাম কমছে না ফল বা সবজির। লোকাল ট্রেন না চলায় অন্য পরিবহণ ব্যবস্থার সাহায্য নিতে হচ্ছে। তাতে সবজি আনার খরচ বাড়ছে। ফলে লোকাল বাজারে দাম বাড়ছে ফল এবং সবজির। দুর্ভোগ বাড়ছে সাধারণ মধ্যবিত্তের।