হাঁসখালি: হাঁসখালির (Hanskhali Rape) নাবালিকা ধর্ষণের ঘটনায় সুর চড়িয়েছে বিজেপি।এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলের এই কাজে তৃণমূলকে এক বিন্দুও ছেড়ে কথা বলেননি রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। রবিবার তিনি গিয়েছিলেন ঘটনাস্থলে। আজ, সোমবার ঘটনাস্থলে যান নদিয়া রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূলের সভানেত্রী রত্না ঘোষ কর।সেখান থেকে পুলিস আধিকারিকদের সঙ্গে কথা বলে গাজনা যাবেন বলে জানা গিয়েছে।
সোমবার হাঁসখালি থানায় গিয়ে পুলিস কর্তাদের সঙ্গে কথা বলার পর তিনি জানান, এলাকার নেতা হোক বা গ্রাম পঞ্চায়েত সদস্য। অন্যায় যেই করবে তাঁর শাস্তি হবে। দোষীরা ছাড় পাবে না। যারা যারা জড়িত সকলের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস।আমরা নির্যাতিতার পরিবারের পাশে আছি।
নদিয়ার হাঁসখালির নাবালিকা ধর্ষণ কাণ্ডে (Hanskhali Rape Case Updates) শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। এই ঘটনার প্রতিবাদে সোমবার হাঁসখালিতে ১২ ঘণ্টার বনধের ডাক দেয় বিজেপি। এদিনের বনধে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল। সকাল থেকেই বন্ধ দোকানপাট। বগুলা বাজার এলাকায় কিছু দোকান বন্ধ কিছু খোলা সেখানে অটো বাস সবই চলছে। তবে বেশকিছু জায়গায় বেলা বাড়তেই খুলছে বাজার হাট। অপরদিকে, গাজনা পঞ্চায়েত এলাকায় ভালই সাড়া পড়েছে বন্ধের। এখনও পরিস্থিতি থমথমে।হাঁসখালির বিভিন্ন এলাকায় পুলিস মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন Hanskhali Rape: হাঁসখালি ধর্ষনকাণ্ডে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে, মঙ্গলবার শুনানি
আরও পড়ুন JNU: রামনবমীকে কেন্দ্র করে ধুন্ধুমার জেএনইউ, আহত বেশকিছু পড়ুয়া