ব্ল্যাক, হোয়াইট, ইয়েলোর পর এবার গ্রিন ফাঙ্গাস। মধ্যপ্রদেশে গ্রিন ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এল। দেশে সম্ভবত এই প্রথম। ঘটনায় উদ্বিগ্ন চিকিৎসক মহল। করোনা থেকে সুস্থ হওয়ার পর মধ্যপ্রদেশে এক ব্যক্তি গ্রিন ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন এক বর্ষীয়ান চিকিৎসক। চিকিৎসার জন্য তাঁকে মুম্বই উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। মধ্যপ্রদেশের ইন্দোরের শ্রী অরবিন্দ ইন্সটিটিউট অফ মেডিক্যালের, চেস্ট দফতরের প্রধান ডক্টর দোশি বলেন, নতুন রোগটি আদতে অ্যাস্পারগিলোসিস সংক্রমণ। এই ফাঙ্গাসের ওপর আরও গবেষণার প্রয়োজন বলে জানান তিনি।
আরও পড়ুন:করোনা আক্রান্ত হয়ে তামিলনাড়ুতে মৃত্যু সিংহের
অ্যাস্পারগিলোসিস সংক্রমণ সচরাচর দেখা যায়না ও ফুসফুসের ওপর প্রভাব ফেলে বলেও জানান দোশি। ৩৪ বছরের ওই ব্যক্তি দু’মাস ধরে কোভিডে আক্রান্ত থাকার পর সুস্থ হয়ে উঠছিলেন। এইসময় জ্বর ও নাক দিয়ে রক্ত পড়ার অভিযোগ করেন। প্রথমে চিকিৎসকরা এটিকে মিউকরমাইকোসিস সংক্রমণ বলে সন্দেহ করছিলেন। পরীক্ষার পরে দেখা যায় তিনি আসলে গ্রিন ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। তাঁর দাবি, দেশের মধ্যে সম্ভবত এটিই গ্রিন ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার প্রথম ঘটনা। ছত্রাকটি রোগীর ফুসফুস, সাইনাস ও রক্তের ক্ষতি করেছে। তিনি করোনার সঙ্গে দুমাস ধরে লড়াই করেছেন। তারপর সুস্থ হয়ে বাড়ি যাওয়ার ১০-১৫ দিনের মধ্যেই তাঁর নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। পরীক্ষার পরে জানা যায় তিনি গ্রিন ফাঙ্গাসে আক্রান্ত। চিকিৎসকদের মতে গ্রিন ফাঙ্গাসের চিকিৎসা ব্ল্যাক ফাঙ্গাসের থেকে আলাদা।
আরও পড়ুন:করোনার আড়ালেই মাথা চাড়া দিচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস
এর আগে এইমস প্রধান জগদীপ গুলেরিয়া, ফাঙ্গাসের রঙ নিয়ে বিভ্রান্তি ছড়ানো নিয়ে সতর্ক করেছিলেন। তবে দোশির মতে ফাঙ্গাসের আলাদা আলাদা কালার কোডিংয়ের প্রয়োজন আছে।