ব্যারাকপুর: নবান্নে সরকারি চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। মধ্যমগ্রামের বাসিন্দা ওই তৃণমূল নেতার নাম অরিন্দম দাস।
চাকরি দেওয়ার নাম করে যাদের প্রতারণা করা হয়েছে তাঁরাই ওই নেতাকে ধরার ফাঁদ পাতে। ওই ফাঁদে পা দিয়ে বৃহস্পতিবার আবার টাকা নিতে ঘোলা মুড়াগাছা অঞ্চলে যান অরিন্দম দাস। সেই সময় এলাকার তৃণমূল নেতা ও কর্মীরা তাঁকে হাতেনাতে ধরে ফেলে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা শুরু করা হয়।
আরও পড়ুন- ভুয়ো আইপিএস ও আইএএসের পর হদিশ মিলল ভুয়ো রেল ইঞ্জিনিয়ারের
সে চাকরি দেওয়ার নামে প্রতারণার কথা স্বীকার করে। এরপর তাঁকে ঘোলা থানা পুলিশের হাতে তুলে দেন সেখানকার স্থানীয় তৃণমুল নেতা কর্মীরা। শুক্রবার ব্যারাকপুর আদালতে তোলা হয় তাঁকে। আদলত তাঁকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন- এবার হদিশ দুই ভুয়ো ট্রেন চালকের, ৫ বছর ধরে শিয়ালদহ শাখায় চাকরি
এই বিষয়ে ব্যারাকপুর ২ পঞ্চায়েতের সভাপতি সুপ্রিয়া ঘোষ জানান আইন আইনের পথে চলবে,দলের নাম ভাঙ্গিয়ে প্রতারণা করা যাবে না।