হঠাৎই অসুস্থ হয়ে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি প্রাক্তন জাতীয় গোলরক্ষক ভাস্কর গঙ্গোপাধ্যায়। সোমবার রাতে জ্বরের মাত্রা বাড়তে থাকে। সঙ্গে সঙ্গে শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে। শ্বাসকষ্ট দেখা দেয়। তাঁকে সোমবার রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। আজ, মঙ্গলবার সকালে তিনি অনেকটাই স্থিতিশীল।
বেশ কয়েক বছর ধরে ভাস্কর পারকিনসন রোগে ভুগছিলেন। তা সত্ত্বেও নানান সমাজসেবার কাজে ছুটতেন। কয়েকদিন আগেই ইস্টবেঙ্গল ক্লাবের এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেদিনও স্নায়ুর সমস্যা দেখা দেওয়ায় বাড়ি ফিরে যেতে হয় তাঁকে।
কয়েকদিন ধরে হালকা জ্বরের প্রকোপ ছিল। সোমবার সন্ধ্যার পর জ্বরের মাত্রা বাড়তে থাকে। ১০১ ডিগ্রিতে উঠে যায়। গলায় যন্ত্রণা ছিল। অক্সিজেনের মাত্রা ৯১ তে নেমে আসে। সঙ্গে বেড়ে যায় শ্বাসকষ্ট। এই অবস্থায় দুর্গানগরের বাড়ি থেকে ভাস্করের ছেলে ও বাকিরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে সমসাময়িক আর এক জাতীয় ফুটবলার মিহির বসু পৌঁছে যান।
সোমবার রাতে আইসিইউ তে ভর্তি করা হয়। কোভিড টেস্ট করাও হয়। সেই রিপোর্ট এখন নেগেটিভ হয়েছে বলে জানালেন মিহির৷ তিনি জানান, এখন স্থিতিশীল থাকলেও চিকিৎসকরা পারকিনসন রোগের মাত্রা বেড়ে যাওয়ায় পর্যবেক্ষণে রেখেছেন। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকেও ভাস্করের দেখাশুনা করা চলছে।