কলকাতা টিভি ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাসের আরও একটি ঢেউয়ের আশঙ্কার মধ্যেই এ বার সন্ধান মিলল ফ্লোরোনার। এক অন্তঃসত্ত্বা ফ্লোরোনায় আক্রান্ত। ইসরায়েলে এ ধরনের সংক্রমণ এই প্রথম বলেই দাবি করেছেন চিকিত্সকেরা।
এই ফ্লোরোনা কী? চিকিত্সকেরা জানাচ্ছেন, এটি করোনাভাইরাসের নতুন কোনও সংক্রমণ নয়। মনে করা হচ্ছে, অন্তঃসত্ত্বা একই সঙ্গে ফ্লু ও করোনায় আক্রান্ত। শরীরে দু’ধরনের উপসর্গ থাকায়, ফ্লু ও করোনা মিলিয়ে ‘ফ্লোরোনা’ নাম দেওয়া হয়েছে। গর্ভস্থ শিশুর জন্ম দিতে ইসরায়েলের রবিন মেডিক্যাল সেন্টারে ভর্তি রয়েছেন ওই মহিলা। ইসরায়েলি সংবাদমাধ্যম সূত্রে খবর, করোনা সংক্রমণ প্রতিহত করতে ইসরায়েলে ইতিমধ্যে চারটি করে ভ্যাকসিন শট দেওয়া হয়েছে। কিন্তু ফ্লোরোনায় আক্রান্ত মহিলার কোভিড ভ্যাকসিনের একটি ডোজও নেওয়া ছিল না।
ভাইরোলজিস্টরা ‘ডেলমাইক্রন’-এর কথাও জানিয়েছেন। এই ডেলমাইক্রনও করোনাভাইরাসের নতুন কোনও স্ট্রেন নয়। কোভিডের দু’টি ভ্যারিয়েন্ট ডেলটা ও ওমিক্রনের যুগপত্ সংক্রমণ। আমেরিকা ও ইউরোপের দেশগুলিতে করোনাভাইরাস নতুন করে মাথাচাড়া দেওয়ার কারণ এই ‘ডেলমাইক্রন’ বলে দাবি করা হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ডেলটা ও ওমিক্রন মিলিত ভাবে কোনও নতুন ভ্যারিয়েন্ট সৃষ্টি করলে, তা অনেক বেশি বিপজ্জনক হতে পারে।