রায়গঞ্জ: প্রসাধনী সামগ্রীর দোকানে আগুনে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুররে রায়গঞ্জে৷ বুধবার সন্ধের পরেই রায়গঞ্জ থানার বীরনগরের একটি আবাসনের নীচের দোকানে আগুন লাগে৷ খবর পেয়ে রায়গঞ্জ দমকলের দুটি টেন্ডার আসে৷ উত্তেজনা নিয়ন্ত্রণে রায়গঞ্জ থানার পুলিস আসে৷ শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে দমকলের প্রাথমিক ধারনা৷
এ দিকে আগুনের কারণে আবাসনের বাসিন্দারা নীচে নেমে আসেন৷ বিশৃঙ্খলীর সৃষ্টি হয়৷ আগুন বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে পড়ায় পার্শ্ববর্তী কালিয়াগঞ্জ দমকল বাহিনীকেও খবর পাঠানো হয়৷ তাঁরাও ঘটনাস্থলে আসার উদ্যোগ নিলেও রায়গঞ্জ দমকলের আরেকটি টেন্ডার আসায় তারা আসেনি৷ পরে দুটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানো হয়৷ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি৷ জখম বা আহতের খোঁজ এখনও পর্যন্ত মেলেনি৷