কেতুগ্রাম: সার দেশে রবিবার ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। সব রাজনৈতিক দলই স্বাধীনতা দিবস পালন করেছে। ব্যাতিক্রমী নয় বিজেপিও। রবিবার সকালে কেতুগ্রামে বিজেপির পার্টি অফিসে পতাকা উত্তোলন করা হয়। অভিযোগ, সন্ধ্যে নামতেই বদলে যায় পার্টি অফিসের ছবিটা। আয়োজন করা হয় ফিস্টের। চলে দেদার মদ্যপান।
আরও পড়ুন – শর্তাধীন জামিন পেলেন বিজেপি নেতা সজল ঘোষ, সপ্তাহে ২ দিন থানায় হাজিরা
মদ্যপানের পর নেশাগ্রস্ত অবস্থায় নিজেদের মধ্যেই বিজেপি কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একে অপরের সঙ্গে চলে তুমুল অশান্তি। সেই কান্ড-কারখানা দেখে পার্টি অফিসের সামনে জড়ো হয় এলাকাবাসী। খবর দেওয়া হয় পুলিশে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর করোনা বিধি নিষেধ উপেক্ষা করে খাওয়া দাওয়া ও মদ্যপান করায় ১৩ জনকে গ্রেফতার করে কেতুগ্রাম থানার পুলিশ।
আরও পড়ুন- ধর্মতলায় গান্ধীমূর্তির সামনে বিজেপির কর্মসূচিতে ধুন্ধুমার, গ্রেফতার দিলীপ, শুভেন্দু
এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। কেতুগ্রামের বিধায়কের দাবি করেছেন, বিজেপি এমন একটি দল যে দল বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা বিজেপির সভাপতি কৃষ্ণ ঘোষ বলেন, ‘তৃণমূল যখন ফিস্ট করে তখন তাঁদের গ্রেফতার করা হয় না। বিজেপি ফিস্ট করলে তখন তাঁদের টনক নড়ে।’ সোমবার অভিযুক্তদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে জামিন পেয়েছেন তাঁরা।