বারুইপুর : মেয়েকে যৌন নির্যাতন করার জন্য ২০ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা হল বাবার। জরিমানা না দিলে আরও ৬ মাসের জেল। সাজা ঘোষণা করল বারুইপুর আদালতের।
আরও পড়ুন – পূর্ব মেদিনীপুরে বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ
সোনারপুর এলাকার বাসিন্দা সাজাপ্রাপ্ত ধনঞ্জয় হালদার পেশায় রাজমিস্ত্রি। তার বিরুদ্ধে তার মেয়েকে দিনের পর দিন যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। এই ঘটনা জানার পর স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নির্যাতিতার মা। বারুইপুর মহিলা থানায় অভিযোগ দায়ের হয় ২০২০ সালের ১১ই জুলাই।
আরও পড়ুন- পারিবারিক বচসার জেরে ছেলের হাতে খুন হলেন বাবা
ঘটনার তদন্তে নেমেই অভিযোগ দায়ের হওয়ার পরেই অভিযুক্ত ধনঞ্জয় হালদার কে সোনারপুর থেকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে পুলিশ। বারুইপুর মহিলা থানার আইসি কাকলী ঘোষ কুন্ডুর তত্ত্বাবধানে কৃষ্ণা দাস এই ঘটনার তদন্ত করেন। অবশেষে ১৩ মাসের মধ্যেই এই ঘটনার সাজা ঘোষণা করল বারুইপুর মহকুমা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ও সেশন বিচারপতি সন্দীপ কুমার মান্না।