Placeholder canvas
কলকাতা বুধবার, ০৩ জুলাই ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
Eden T20 Match: অনুশীলনে নামেননি নেতা রোহিত, আগলে রেখেছেন দলের সকলকে !
দীপঙ্কর গুহ Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২, ১০:০৮:২৪ পিএম
  • / ২৭০ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

বুধবার টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ। তার আগেরদিন জুম অ্যাপের মাধ্যমে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দিলেও, সন্ধ্যায় দলের নেট প্র্যাকটিসে হোটেল ছেড়ে ইডেনে এলেনই না। যদিও আগেরদিন চুটিয়ে অনুশীলন করে গেছেন হিটম্যান।

কোচ রাহুলের নেতৃত্বে গোটা দল অনুশীলন করে গেল। বোলারদের সামাল দিলেন পরস মামরে। আর ব্যাটসম্যানদের নিয়ে সারাক্ষণ এই নেট ছেড়ে অন্য নেটে পরখ করে নিলেন রাহুল-রাঠোররা।

কোভিড ভীতিতে এখন যে কোনও দলে ক্রিকেটারদের সংখ্যা বেশি। তাই ইডেনে ম্যাচ উইকেটের পাশে বাড়তি সমান্তরাল নেট রেখে প্র্যাকটিসের ব্যবস্থা করে দিয়েছিলেন, ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়। সেখানে শুরুতে পন্থকে নিয়ে রাহুল রইলেন। ঈশান আর কোহলি ঢুকলেন পাশাপাশি দুটি নেটে। মিনিট পনেরো পরে, নেট বদল। তাতেও ক্ষান্ত নন কোহলি। চলে গেলেন পন্থের নেটে। নেটের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করলেন। তাতে, পন্থ ছেড়ে দিলেন কোহলিকে। আর কোহলি? খোলা নেটে ছক্কা হাঁকানোর মেজাজে একের পর এক বল উড়িয়ে দিতে থাকলেন। কে বলবে বিরাট রানের মধ্যে নেই? তিনটি নেটে ব্যাট করে হাসি মুখে ফিরলেন নম্বর ১৮ নম্বর জার্সি গায়ে চাপানো কোহলি।

কোচ রাহুলের কড়া নজরে কোহলির ব্যাটিং পর্ব।

দলের কেউ মানতেই রাজি নয়-কোহলির ব্যাড প্যাচ চলছে। ঠিক এই কথাটাই বলছিলেন দলনেতা রোহিত।

তিনি মিডিয়াকে কোহলি কাহানি থামানোর অনুরোধ জানালেন। এটা বুঝিয়েও দিয়েছেন, অধিনায়ক হিসেবে তিনি বিরাটের পাশেই থাকবেন। রোহিত বলেছেন, ‘যাবতীয় বিতর্ক মিডিয়াই শুরু তৈরি করেছে। যদি মিডিয়া এই ইস্যুতে থামে, তা হলে বিরাটের ভালো থাকবে। সব কিছু সামলাতে অসুবিধা হবে না। এটুকু বলতে পারি, বিরাট মানসিক ভাবে দারুণ জায়গায় আছে। গত ১০ বছর ও আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। কেউ যখন দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলে, খুব ভালো করে জানে চাপ কী ভাবে সামলাতে হয়। মিডিয়া এসব চর্চা থামালে-সব নিয়ন্ত্রণে চলে আসবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই সাদা বলের ক্রিকেটে ভারতের নতুন নেতা এখন রোহিত। তার পর থেকেই বিরাটের পাশে দাঁড়ানোর চেষ্টা করে চলেছেন রোহিত। ক্যারিবিয়ান টিমের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া ওয়ান ডে সিরিজে ব্যাটার বিরাট চরম ব্যর্থ ছিলেন। ৮, ১৮ ও ০ করেছিলেন তিনটে ম্যাচে। এই ওয়ান ডে সিরিজেই প্রথম রোহিতের ক্যাপ্টেন্সিতে খেলতে নামেন বিরাট। তাঁর ফর্ম নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে।

ওয়ান ডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ টিমকে হোয়াইটওয়াশ করার পর রোহিত মিডিয়ার উদ্দেশে বলেছিলেন, ‘কী মনে হয়, বিরাটের কি আত্মবিশ্বাস প্রয়োজন? কী বলতে চাইছেন আপনারা? সেঞ্চুরি করতে না পারাটা একটা ব্যাপার। কিন্তু এটা ভুলে গেলে চলবে না দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ও কিন্তু তিন ম্যাচে দুটো হাফসেঞ্চুরি করেছিল। আমি কোনও ভুলত্রুটি ওর ব্যাটিংবে দেখতে পাচ্ছি না । আর সেই কারণেই বিরাটকে নিয়ে টিম ম্যানেডমেন্টও মোটেই চিন্তায় নেই।’

টি ২০ এই সিরিজেও নানান ক্রিকেটারকে খেলিয়ে দেখা হবে। আসল লক্ষ্য সাড়ে সাত মাস পর অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়। দুটো দিন দলের ক্রিকেটাররা আইপিএলে কোটি টাকায় দলবদলের খেলায় মেতেছিল। তা মিটতেই নাকি রাহুল-রোহিতরা টিম মিটিং করেন। রোহিত নিজেই বলেছেন কি বলা হয়েছে সেখানে।‘দলের সকলকে বলা হয়ে গেছে, এখন থেকে একটাই দল। সেই দলের জার্সির রঙ নীল। দু’মাসের মাসের আইপিএলের চেয়ে দশ মাসের এই নীল –সাদার জন্য খেলা। দেশের হবে খেলা সকলের আগে। দলের সকলে পেশাদার, সকলে আমরা জানি কি কি আমাদের করতে হবে’।

পাল্টা জবাব দিতে মরিয়া পোলার্ডরা।

ওয়েস্ট ইন্ডিজ পাল্টা জবাবের খোঁজে:

আইসিসি টি-টোয়েন্টি র্যাাঙ্কিংয়ে প্রথম ৬ দলে নেই ক্যারিবিয়ান দল।দু-বারের টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন তারা। ইংল্যান্ডের মাটিতে টি-২০ সিরিজে দারুণ খেলে জিতে ভারতে এসেছে পোলার্ডরা। কিন্তু ভারতীয় বোলারদের সামলাতে না পেরে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ওয়ান ডে সিরিজে ৩-০ তে গো হারান হেরেছে। কিছু সম্মান নিয়ে ফিরতে চায় তারা। খুশি ইডেনের উইকেট দেখে।

সব প্রস্তুতির খোঁজ নিচ্ছেন বোর্ড সভাপতি সৌর‍ভ।

ইডেন দর্শনে মহারাজ:

ম্যাচের প্রস্তুতি পর্ব দেখতে ইডেনে ঘুরে গেলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আলাদা করে দলের খোঁজ নিলেন কোচ রাহুল দ্রাবিড়ের কাছে।

কি আলোচনায় ব্যস্ত রাহুল-সৌর‍ভ ?

উইকেট পরখ করলেন। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার থাকা খোঁজ নিলেন ৩০০০ হাজার লোক ম্যাচের দিন কোথায়-কোথায় বসবে।

ছবি: সৌ-সিএবি।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

ইউরোর শেষ ষোলোয় ফ্রান্স-বেলজিয়াম
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
হকার উচ্ছেদ নিয়ে জনস্বার্থ মামলার পরামর্শ বিচারপতির
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
রোনাল্ডোদের হারিয়ে ইতিহাস সৃষ্টি করল জর্জিয়া
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
আফগানদের দুরমুশ করে বিশ্বকাপ ফাইনালে দঃ আফ্রিকা
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
রেললাইনের পাশ থেকে বিজেপি নেতার মৃতদেহ উদ্ধার
বুধবার, ২৬ জুন, ২০২৪
বেআইনি টোটোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ আরামবাগে
বুধবার, ২৬ জুন, ২০২৪
বিধানসভার সিঁড়িতে রাজ্যপালের অপেক্ষায় ধরনায় সায়ন্তিকা-রেয়াত
বুধবার, ২৬ জুন, ২০২৪
প্রায় ৩ মাস ধরে জলসঙ্কট, প্রতিবাদে রাস্তা অবরোধ গ্রামবাসীদের
বুধবার, ২৬ জুন, ২০২৪
বিরোধীরা দেশের মানুষের আওয়াজ, দলনেতার দায়িত্ব নিয়ে মন্তব্য রাহুলের
বুধবার, ২৬ জুন, ২০২৪
মিড ডে মিলের চাল চুরি, গ্রামবাসীদের হাতে পাকড়াও রান্নার কর্মী
বুধবার, ২৬ জুন, ২০২৪
সংসদে বক্তৃতায় স্পিকারকে নিয়ে আশার কথা শোনালেন মোদি
বুধবার, ২৬ জুন, ২০২৪
ইডির পর সিবিআইয়ের হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী
বুধবার, ২৬ জুন, ২০২৪
চলন্ত ট্রেনে মহিলার ব্যাগে শিশু, ধুন্ধুমার বিরাটি স্টেশনে
বুধবার, ২৬ জুন, ২০২৪
গুমোট গরমে নাজেহাল, কবে থেকে ভারী বৃষ্টি? 
বুধবার, ২৬ জুন, ২০২৪
লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা
বুধবার, ২৬ জুন, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team