Placeholder canvas
কলকাতা বুধবার, ০৩ জুলাই ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
Eden match: টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি এখানেই শুরু করে দিচ্ছেন রোহিতরা
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: দীপঙ্কর গুহ
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২, ১১:৫৪:৩৩ পিএম
  • / ৩১৫ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: দীপঙ্কর গুহ

আর মাত্র সাড়ে সাত মাস সময় আছে হাতে। অস্ট্রেলিয়ার মাটিতে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের। আর ভারতীয় দল, এই ইডেন থেকেই প্রস্তুতি শুরু করতে চলেছে। দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর সোমবার দলের প্রথম অনুশীলন শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে এমনটাই বললেন।

কেন ইডেন দিয়ে শুরু? ভারতীয় শিবির নাকি পরিকল্পনা সাজিয়েছে, বড় বাউন্ডারি আছে এমন মাঠে খেলেই নিজেদের তৈরি করতে চায়। তাই ইডেনের এই তিনটি ম্যাচই প্রস্তুতির জন্য বেছে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: Eden Match: মালিরাও বায়ো বাবলে, মাঠ দর্শক শূন্য – নয়া অভিজ্ঞতার সামনে সুজন

অর্থাৎ ১৬, ১৮, ২০ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের মধ্যে দিয়েই ভারতের ‘মিশন টি টোয়েন্টি’ শুরু হতে যাচ্ছে।

যদিও রাঠোর বললেন, দক্ষিণ আফ্রিকা থেকেই নাকি সেই মিশন শুরু হয়ে গেছে। কিন্তু বড় বাউন্ডারির মাঠ তো এই ইডেনই। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে ভারত। ভালো প্রস্তুতি হয়নি। এইসব ম্যাচের নায়ক রোহিত শর্মা তো দলের সঙ্গে ছিলেনই না। এখানে তিনি সাদা বলের নেতা। নেতা আর মাঠ নিয়ে এখানেই শুরু হচ্ছে সেই মিশন।

ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।


কাদের বিপক্ষে? ওয়েস্ট ইন্ডিজ। টি টোয়েন্টিতে এই দলের মেজাজ এক্কেবারে ভিন্ন। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন। কাজেই, সমানে টক্কর হবে ২০-২০ ক্রিকেটে এটা ওয়ান ডে সিরিজ জেতা টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টে ভালো জানে।

ইডেন প্রস্তুতির প্রথম ধাপ বলাই চলে। আর প্রথম ধাপ থেকেই দলের অলরাউন্ডার ক্রিকেটারদের পরখ করতে চায় দল।

রাঠোর বলছিলেন,’এমন প্রস্তুতি শুরু করতে হচ্ছে যখন, তখন দলের কয়েকজন চোটের জন্য খেলতে পারছে না। বাকিরা হাল ধরবে। আমাদের দলের ব্যাটিং গভীরতা আছে। তাতে এইসব সমস্যা নিয়ে ভাবার কিছু নেই। এইসব পরিস্থিতিতে আমাদের দলে অনেক ব্যাটার , যারা ভালো খেলার ক্ষমতা রাখে।’

ভাবনা – পরিকল্পনা অনেক থাকে, তা ঠিক সময় করে দেখানোর কাজটাই আসল। এই কারণে, চ্যালেঞ্জ নিয়ে টিম ম্যানেজমেন্ট নাকি বড় মাঠে খেলতে চায়।

আবারও ওঠে বিরাট কোহলি প্রসঙ্গ। আর ব্যাটিং কোচ জমাট বিশ্বাস নিয়ে বললেন: ‘মোটেই ভাববেন না বিরাট খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বিরাট কোহলির সঙ্গে এসব নিয়ে আলাদা করে কথা হয়নি। হতে পারে চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সে এখনও বড় রানের ইনিংস খেলতে পারেননি। কিন্তু নেট প্র্যাকটিসে নিজের ছন্দে ব্যাটিং করছে। প্রচুর খাটতে পারে। শুধু সময়ের অপেক্ষা, কোহলি বড় রানের ইনিংস খেলবে এরই মধ্যে। সাদা বলের ক্রিকেটে কিন্তু কোহলি সবসময় নজর কেড়ে নিয়েছে।’ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিরাটের সংগ্রহ মাত্র ২৬ রান। বিরাট নিজেও জানে।

অলরাউন্ডারের অপেক্ষায়:

একটা সময় এই অলরাউন্ডারের স্লটে হার্দিক পাণ্ডিয়া আর বিজয় শংকর সকলের পছন্দের ছিলেন। এখন অবশ্য দলে আরও অনেকে এসে গেছেন। শার্দুল ঠাকুর, দীপক চাহার, হার্শাল প্যাটেল, দীপক হুডা আর ভেঙ্কটেশ আইয়ার।

যদিও সিম বোলার, তবে হালে নিজেদের ব্যাটিং দক্ষতা দিয়ে লড়াইটা জমিয়ে দিয়েছেন শার্দুল আর দীপক। আর এরা দুজন দলের শক্তি হয়ে উঠতেই পারে। টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে দলের কাজে লাগতেই পারে। ব্যাটিং কোচ রাঠোর এইসবদিকে নজর দিয়েছেন। তাই এই দুই ক্রিকেটার সম্পর্কে বললেন, ‘ দুজনই ভালো ব্যাটিং করতে পারে। প্রচন্ড পরিশ্রম করতে পারে। বেশ কয়েক বছর ধরে দেখছি তা। এখন ম্যাচে ফল পাওয়া যাচ্ছে। টিমের মধ্যে স্বাস্থ্যকর একটা লড়াই আছে। এটা বেশ ভালো।

শার্দুল (২৪ ম্যাচে ৩১ টি উইকেট) আর দীপক (১৭ ম্যাচে ২৩ টি উইকেট) – দুই ক্রিকেটারই ম্যাচ উইনার বোলার। আইপিএলে খেলার অভিজ্ঞতা অনেক। এছাড়া আছেন চাহার। টি টোয়েন্টি ক্রিকেটে একজন ভারতীয় হয়ে এখনও সেরা বোলিং পারফরম্যান্স (৬/৭) চাহারের।

জাতীয় নির্বাচকরা ভেঙ্কটেশকে ওয়ানডে সিরিজে জাতীয় দল থেকে সরিয়ে রেখেছিলেন। রাঠোর মনে করেন, ভেঙ্কটেশ ভালো এক প্লেয়ার। আমাদের বিশ্বাস ও দলে জায়গা করে নেবে।

দলের মিডল অর্ডার নিয়ে খুব বেশি চিন্তায় নেই ভারতের ব্যাটিং কোচ। বললেন,’ সাদা বলে দলের মিডল অর্ডারের ক্ষমতা আছে। ওয়ান ডে সিরিজে শুরুর দিকে তাড়াতাড়ি উইকেট পড়ে গেলেও, এই মিডল অর্ডার দলকে জয়ের দিশা দেখিয়েছে। আহমেদাবাদের উইকেট সহজ ছিল না। সাবলীল ব্যাটিং করা যাচ্ছিল না। কিন্তু কেউ না কেউ দলের হাল ধরে নিয়েছে। শ্রেয়াস আইয়ার, সূর্য কুমার যাদব আর ঋষভ পন্থ কাজের কাজটা করে দিয়েছে।’

ছিটকে গেলেন সুন্দর, এলেন কুলদীপ:

ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। তার বিশ্রামের প্রয়োজন। তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ তাঁর খেলা হচ্ছেনা। তাঁর পরিবর্তে হয়ে দলে এলেন কুলদীপ যাদব।

সহ নেতা পন্থ:

সিরিজের সহ অধিনায়ক ছিলেন কে এল রাহুল। চোটের কারণে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে নেই তিনি। তাঁর বদলে জাতীয় নির্বাচকরা নেতা রোহিত শর্মার সহকারী ঘোষণা করেছেন ঋষভ পন্থকে।

অনুশীলনে ফুটবলে মেতে ক্যারাবিয়ান ক্রিকেটাররা

প্রস্তুতি সারছে ওয়েস্ট ইন্ডিজ:

রবিবার ফ্লাড লাইটে অনুশীলন করার পর সোমবার দিনের আলোতে নিজেদের নিয়ে অনেকক্ষণ নেটে সময় কাটালেন। দূর থেকে পিচ পর্যবেক্ষণ করলেন। বেশ কিছু সময় ওয়ার্ম আপ সারতে ফুটবল খেললেন সকলে।

ছবি : সৌ – সিএবি, টুইটার।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

ইউরোর শেষ ষোলোয় ফ্রান্স-বেলজিয়াম
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
হকার উচ্ছেদ নিয়ে জনস্বার্থ মামলার পরামর্শ বিচারপতির
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
রোনাল্ডোদের হারিয়ে ইতিহাস সৃষ্টি করল জর্জিয়া
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
আফগানদের দুরমুশ করে বিশ্বকাপ ফাইনালে দঃ আফ্রিকা
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
রেললাইনের পাশ থেকে বিজেপি নেতার মৃতদেহ উদ্ধার
বুধবার, ২৬ জুন, ২০২৪
বেআইনি টোটোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ আরামবাগে
বুধবার, ২৬ জুন, ২০২৪
বিধানসভার সিঁড়িতে রাজ্যপালের অপেক্ষায় ধরনায় সায়ন্তিকা-রেয়াত
বুধবার, ২৬ জুন, ২০২৪
প্রায় ৩ মাস ধরে জলসঙ্কট, প্রতিবাদে রাস্তা অবরোধ গ্রামবাসীদের
বুধবার, ২৬ জুন, ২০২৪
বিরোধীরা দেশের মানুষের আওয়াজ, দলনেতার দায়িত্ব নিয়ে মন্তব্য রাহুলের
বুধবার, ২৬ জুন, ২০২৪
মিড ডে মিলের চাল চুরি, গ্রামবাসীদের হাতে পাকড়াও রান্নার কর্মী
বুধবার, ২৬ জুন, ২০২৪
সংসদে বক্তৃতায় স্পিকারকে নিয়ে আশার কথা শোনালেন মোদি
বুধবার, ২৬ জুন, ২০২৪
ইডির পর সিবিআইয়ের হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী
বুধবার, ২৬ জুন, ২০২৪
চলন্ত ট্রেনে মহিলার ব্যাগে শিশু, ধুন্ধুমার বিরাটি স্টেশনে
বুধবার, ২৬ জুন, ২০২৪
গুমোট গরমে নাজেহাল, কবে থেকে ভারী বৃষ্টি? 
বুধবার, ২৬ জুন, ২০২৪
লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা
বুধবার, ২৬ জুন, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team