Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ |
K:T:V Clock
Eden Match: কোহলি – পন্থের হাফ সেঞ্চুরি, রোহিতদের পকেটে আরও এক সিরিজ
দীপঙ্কর গুহ Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২, ০৭:০৮:১৮ এম
  • / ৩৯০ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

ভারত: ১৮৬/৫
ওয়েস্ট ইন্ডিজ: ১৭৮/৪

ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে চলতে থাকা তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই রোহিতদের কব্জায়। শুক্রবার ইডেন দেখলো, ক্যারাবিয়ানদের লড়াই। তাই ৮ রানে জিতলো ভারত। ভারত শততম টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিল। তা জয় দিয়ে স্মরণীয় হয়ে রইল। রবিবার ইডেনে সিরিজের শেষ ম্যাচ।

ইডেন এখন বিরাট ভঞ্জনায় মেতে। খোলা আকাশের তলায় ভারতীয় দলের ডিপ ব্লু ১৮ নম্বর টি শার্ট দেখা যেতেই তিন হাজারী উল্লাস ( এই ম্যাচেও ছিল ৩ হাজারের প্রবেশাধিকার)। শুক্রবার ২০, ৩০, ৪০ রানের খোলস ছেড়ে বেড়িয়ে এলেন ভিকে। আর ৯.৪ ওভারে সূর্যকুমার যাদব ফিরতেই, বিরাটকে আরও এগিয়ে দিতে মাঠেই ঢুকে পড়লেন স্বয়ং কোচ রাহুল দ্রাবিড়! আরও ৯.২ ওভার থাকতে পারলেন যে বিরাটের ছন্দে ফেরা। দ্রাবিড় সেটাই মনে করতে হয়তো যাননি। হয়তো গিয়েছিলেন বলতে, ২০ ওভার পর্যন্ত খেলে ফিরো। অপরাজিত হয়ে। বিরাট শেষ পর্যন্ত ক্রিজে থাকা মানে, দলের বড় লাভ। এটাই ছিল মাঠে ছুটে যাওয়ার কারণ। হয়নি শেষমেষ। তবে, বড় রানের দিকে আরও একটু এগিয়ে গেলেন কোহলি।

নিজের একটা ৫০ রানের ইনিংস দলের কাজে লেগেছে । খুশি কোহলি। চারটি ছবি দিয়ে টুইট বার্তায় সেই আমেজ ভাগ করে নিতে চাইলেন।

সিরিজের দ্বিতীয় ম্যাচটি একপেশে হয়নি।
১০০ রানের দুরন্ত পার্টনারশিপ গড়েও শেষ রক্ষা করতে পারলেন না পুরান-পাওয়েল জুটি। ভারতের বিরুদ্ধে বিশাল রান তাড়া করে হেরে সিরিজ হাতছাড়া ক্যারিবিয়ানদের।

কোহলি-পন্থের জোড়া শতরান এবং ভেঙ্কটেশ আইয়ারের শেষদিকের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ভারত ১৮৬ তুলেছিল। জবাবে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ১৭৮-তে আটকে গেল। ইডেনে টানা দুটো ম্যাচ জিতে সিরিজ জিতে নিল ভারত। দ্বিতীয় টি২০-তে জয় এল ৮ রানের ব্যবধানে।

https://twitter.com/NehaDub86934974/status/1494761991457501188?t=hbira4VMGbPBDX_XvYG0yg&s=19

টস জিতে এই ম্যাচে রান তাড়া করার কাজটা বেছে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ওভার পিছু প্রায় সাড়ে ন – রানের কাছাকাছি রান তুলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দুই ওপেনারকেই হারিয়েছিল চাহাল-বিশ্নোইয়ের স্পিনার ফাঁদে জড়িয়ে। এরপরে ক্যারিবিয়ানদের সাহস জুগিয়ে দুরন্ত ব্যাটিংয়ে ভারতীয় শিবিরে গেল গেল রব তুলে দিয়েছিল পুরান (৪১ বলে ৬২) এবং রভম্যান পাওয়েল (৩৬ বলে ৬৮)। ১০০ রানের পার্টনারশিপে দুজনেই হাফসেঞ্চুরি করেন।

একসময় মনে হচ্ছিল, সিরিজে সমতা ফিরিয়ে আনতে চলেছে ক্যারিবিয়ানদের । শেষ তিন ওভারে জয়ের জন্য দরকার ছিল ৩৯ রান। ক্রিজে তখন পুরান-পাওয়েল। হর্ষল প্যাটেল ১৮ তম ওভারে ১০ রান চলে আসার পরে শেষ দু ওভারে জয়ের জন্য টার্গেট গিয়ে দাঁড়ায় ২৯ রান।

ডেথ ওভারের ছন্দে ফিরে ভুবনেশ্বর কুমার ১৯ তম ওভারে মাত্র ৪ রান দেন। আরও একটা কাজ করে দেন। পুরানকে থামিয়ে দেন। তারপরে শেষ ওভারে হর্ষল প্যাটেলের ওভারে পোলার্ড-পাওয়েল ১৬ রান তুলেও জয় অধরা রইলো।

ম্যাচের শুরুতে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন শততম টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন কায়রণ পোলার্ড। ভারতের স্কোরবোর্ডে রান দেখাচ্ছিল : ৫ উইকেটে ১৮৬ । ওভার পিছু ৯ রানেরও বেশি। এবং তা জোড়া হাফসেঞ্চুরিতে ভর করে।

পাওয়ার প্লে-র পরের ওভারেই ‘হিটম্যান’ রোহিতকে হারায় ভারত। তার আগে ইনিংসের দ্বিতীয় ওভারে আউট হয়ে যান ঈশান কিষান।

দুই ওপেনারকে খুইয়ে ৫৯ রান হয়ে যাওয়ার পরে এক অনিশ্চিত আশঙ্কা ছড়িয়ে পড়ছিল। এর কারণ একটাই – কোহলির রানের খামতি। তবে কোহলি ৪১ বলে ৫২ করে যাওয়ার পরে ব্যাটে ঝড় তোলার ব্যাটনটি চলে যায় পন্থ – এর হাতে। ২৮ বলে ৫২ করে ফেরেন।

ইনিংস শেষ বলে টিভি সম্প্রচার সংস্থা কোহলির সঙ্গে ধারাভাষ্যকারদের কথা বলানোর প্রস্তুতি সারছিল মাঠের ধারে। কোহলি নিজেই এগিয়ে গিয়ে ঋষভের পিঠ চাপড়ে দিয়ে এসে ইন্টারভিউ দিতে দাঁড়ালেন। আর বলে রাখলেন তিনি দলের দায় নিতে সবসময় এক পায়ে খাড়া। ‘রেকলেস’ শট খেলে ফিরতে চান নি। নিজেকে সংযত রেখে খেলে যেতে চেয়েছিলেন । তিনি কিছুটা হলেও তা পেরে – খুশি।

পন্থ দলের সহ অধিনায়ক-এর মানানসই দায়িত্বও ব্যাট হাতে সামলে ফিরলেন।
আর শ্রেয়াস আয়ারকে টুয়েলভম্যান করে বামহাতি ভেঙ্কটেশ আয়ারকে একটা পরিকল্পনার অঙ্গ বলেছিলেন নেতা রোহিত। ব্যাটিং স্টাইল, ব্যাটের ফলো থ্রু , মনে করিয়ে দেয় যুবরাজ সিংকে। তিনিও তো দলের সাফল্যে অলরাউন্ডারের কাজ সারতেন। শুক্রবার ভেঙ্কটেশ আইয়ার আইপিএলের করিশমা দেখিয়ে ১৮ বলে ৩৩ করে দলকে বড় রানের প্ল্যাটফর্মে বসিয়ে দেয়।

ছবি: সৌ – বিসিসিআই, টুইটার।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

‘সমাজটা উচ্ছন্নে যাচ্ছে’ রাজ্য পুলিশকর্তার মন্তব্যে বিতর্ক,
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
চিকেন, পনিরের রেসিপি তো অনেক খেলেন, এবার ট্রাই করুন ডিমের মাঞ্চুরিয়ান 
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
দেশের ৫৩তম প্রধান বিচারপতির পদে সূর্য কান্ত, শপথ ২৪ নভেম্বর
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
বালির বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জির বাড়ির জগদ্ধাত্রী পুজোর তৃতীয় বছরে পদার্পণ
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
কাজে ফিরছেন অনিচ্ছুক BLO-রা, দেখুন বড় আপডেট
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
মলাইকা অরোরার জীবনে নতুন পুরুষ, কে তিনি জানেন? 
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
NRC আতঙ্কেই মৃত্যু প্রদীপ করের, খড়দা থানায় অভিযোগ দায়ের পরিবারের
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
ঘূর্ণিঝড় ‘মন্থা’র জেরে ধান চাষের ব্যাপক ক্ষতি
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
৩০০ বছরেরও বেশি পুরনো কালনার ধাত্রীগ্রামের জগদ্ধাত্রী পুজো
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
৩৯ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলঘোষণা
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
কেজি কেজি সোনায় সাজে উঠেছেন কৃষ্ণনগরে শতাব্দী প্রাচীন বুড়িমা
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ ট্রাম্পের! কীসের ইঙ্গিত
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
SIR আতঙ্কে বৃদ্ধের আত্মহত্যা, রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
Google-Reliance বিরাট চুক্তি! গ্রাহকদের ফ্রিতে AI প্ল্যান দিচ্ছে Jio
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
ফের শহরে টাকার পাহাড়! তারাতলায় ব্যবসায়ীর অফিসে ইডির হানা, উদ্ধার প্রায় ৩ কোটি টাকা
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team