কলকাতা: রাজ্যে আইনশৃঙ্খলা, নীতি, পরম্পরা নেই। একজন লোক আমাদের পার্টি থেকে জিতে অন্য পার্টিতে জয়েন করেছে। তাঁকে একটি কমিটির চেয়ারম্যান করা হবে। এটা কি সংসদীয় পরম্পরা? এই সরকার চালাকি দিয়ে শুরু করেছে। আমরা এর প্রতিবাদ করব। শনিবার মুকুল রায়কে এ ভাবেই আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
দিলীপবাবু বলেন, ‘মুকুল রায় রাজ্যের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। তিনি সাধারণ মানুষের কাছে কি উদাহরণ তৈরি করছেন? রাজনীতি থেকে নৈতিকতা হারিয়ে যাচ্ছে বলেই মানুষ রাজনীতি সম্পর্কে আগ্রহ হারাচ্ছে। রাজ্যের কার্যকারিনী সভাতে মুকুল রায় ইস্যুতে প্রতিবাদের প্রস্তাবও নেওয়া হয়েছে।’
ভ্যাকসিন কাণ্ড নিয়েও রাজ্য সরকারকে একহাত নেন দিলীপ। তিনি বলেন, দেবাঞ্জনের সঙ্গে যে সমস্ত নেতামন্ত্রীদের ছবি আছে, তাঁদের কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? তাঁদের কেন গ্রেফতার করা হচ্ছে না? আসল সত্যি তো ওখান থেকেই বেরোবে। বছরের পর বছর একসঙ্গে অনুষ্ঠান করছেন, ঘোরাফেরা করছেন, সরকারি অনুষ্ঠানে যাচ্ছেন – চিনতেন না? কোন লোককে বোকা বানানোর চেষ্টা চলছে?”
বিধিনিষেধ ইস্যুতে রাজ্য সরকারকেও একহাত নেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর বক্তব্য, লোকাল ট্রেন, মেট্রো পরিষেবা চালু করার হোক। পর্যাপ্ত যানবাহন না থাকায় সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। পেট্রোলের দাম যেমন বেড়েছে, তেমন আবার কমবে বলে দাবি দিলীপের।